Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

উন্মুক্ত সাহিত্য কলমশিরোনাম-- প্রানেশকলমে গীতা লোধ১/১১/২০২২
কেমন ভাবে একা করেবন্ধন ছিঁড়ে গেলিআসবো না আর বলেই এইত তো সেইআবার ফিরে এলি
আসিলে আবার বাহুর ডোরেইবাঁধলে আবার মায়ায়,তুমি যে আমার সুখের ভাবনাপ্রাণের শীতল ছায়ায়।
বিজনে ভব…


 উন্মুক্ত সাহিত্য কলম

শিরোনাম-- প্রানেশ

কলমে গীতা লোধ

১/১১/২০২২


কেমন ভাবে একা করে

বন্ধন ছিঁড়ে গেলি

আসবো না আর বলেই এইত তো সেই

আবার ফিরে এলি


আসিলে আবার বাহুর ডোরেই

বাঁধলে আবার মায়ায়,

তুমি যে আমার সুখের ভাবনা

প্রাণের শীতল ছায়ায়।


বিজনে ভবনে মনের কোনায়

বেদনা বিরহে আড়ালে,

আজিকে সজনি ফিরিয়া আসিলে

চকিতে সামনে দাঁড়ালে


তোমায় দুহাতে মিনতি করিয়া

বলিব পরানে বেদনা

ভুবনে দুজনা বাঁচিতে এসেছি

এইতো আমারি সাধনা।


বসিয়া দুজনে আবাসে আদরে

মাতিব সুরের খেলায়,

হাজার কথারি ভরানো ডালায়

বহিয়া যাবে যে বেলায়।


মাধুরী মাখানো জীবন খানি তো

তোমার সুরভি ছড়িয়ে,

তোমাতে আমার শিখার চপলা

আতরে কেশরে উড়ায়ে।