"হায়রে আমরা"সুনীল বণিক। ০১/১১/২০২২****************আমরা জানিনা কি পেয়ে কি হারালাম,সময় কোথায়, তেমন ভেবে দেখার আজ।জলের স্রোতের মতো জীবন, যন্ত্রের মতো জীবন, পাওয়ার নেশায় হারাই সত্য, মিথ্যা কে অবলম্বন করেজীবন নিঃস্ব।নিজেকে ল…
"হায়রে আমরা"
সুনীল বণিক।
০১/১১/২০২২
****************
আমরা জানিনা কি পেয়ে
কি হারালাম,
সময় কোথায়, তেমন ভেবে
দেখার আজ।
জলের স্রোতের মতো জীবন,
যন্ত্রের মতো জীবন,
পাওয়ার নেশায় হারাই সত্য,
মিথ্যা কে অবলম্বন করে
জীবন নিঃস্ব।
নিজেকে লুকিয়ে অন্যকে
তালাশ করি প্রতিনিয়ত।
খোঁজার তাগিদে শেষ হয় দিন,
শেষ হয় সফর।
ফলাফল শুধু হতাশা, শূন্যতা।
এই সবজান্তা যুগে আমরা
হই ভিখারী পরোক্ষ ভাবে।
কারণ ছেড়ে অকারণে ছুটি,
লক্ষ ছেড়ে উপলক্ষে চলি।
জীবন সাজাই মেকি হাসি দিয়ে।
হায়ে রে আমরা আর আমাদের
এই ছোট্ট জীবন।।