Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা   :   অবাক হব জেনে কলমে    :   শক্তিপদ ঘোষতারিখ    :   ২৭ , ১১ , ২০২২
আগন্তুক আমরা , পরিযায়ী পাখিদের ঝাঁক  ,যেমন এসেছি তেমনই ফিরে যাব ।গন্তব্যহীন গন্তব্য , সেও কোনও গ্রহ ,না অন্য কিছু , জানা নাই ;হয়তো হব…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা   :   অবাক হব জেনে 

কলমে    :   শক্তিপদ ঘোষ

তারিখ    :   ২৭ , ১১ , ২০২২


আগন্তুক আমরা , পরিযায়ী পাখিদের ঝাঁক  ,

যেমন এসেছি তেমনই ফিরে যাব ।

গন্তব্যহীন গন্তব্য , সেও কোনও গ্রহ ,

না অন্য কিছু , জানা নাই ;

হয়তো হবে , সেইখানে গিয়ে জানব

চেনা এই পৃথিবীকে নব আবিষ্কৃত

দূরতম কোনও এক গ্রহ বলে ,

যেখানে প্রগাঢ় কুয়াশায় ভিজবে আমার

চোখের তারা , কুয়াশার আঁধার ঠেলে

নতুন করে পড়ব নতুনের ধারাপাত ।


হয়তো অবাক হব জেনে , সেইখানে

আকাশ আছে , চন্দ্র সূর্য আছে ,

আছে আকাশভরা তারা , আছে জল ,

মাটি  হাওয়া , নদী-পাহাড়-অরণ্য  ।

মেঘের পাহাড় আছে  , মেঘ বৃষ্টির

লুকোচুরি আছে , মেঘ-ভাঙা রাঙা রোদের

সোনালী উদ্ভাস আছে  ; তেমনই শুনব

জ্যোৎস্নাভেজা  মায়াবী রাত্রির অনেক বর্ণনা ,

জোনাক-গাঁথা চুপ অন্ধকারের বহু কাহিনি ।


হয়তো বা শুনব পৃথিবী নামে

গ্রহটাই স্বর্গ ,  নীলপরী লালপরীদের আবাসভূমি ।

হয়তো জানব সুধা সান্যালেরা সেইখানে

চিলেকোঠার উন্মুক্ত গবাক্ষপথে আকাশপানে চেয়ে

অভীষ্ট তারার খোঁজে রাত্রি কাটায়

দু'হাতে তারাদের ভিড় ঠেলে এমনই ।

জানব , ব্যর্থ কোনও মনীন্দ্র বিশ্বাসের

অন্ধকারের ইতিবৃত্ত বুকে নিয়ে সেই 

পৃথিবী নামে গ্রহটা কেমন করে

চুপ অন্ধকারে ঘুমায় রাত্রি হলে ;

অথবা কেমন করে জেগে থাকে

দিনের কোলাহলে মুখরিত গ্রাম শহর ।


হয়তো বা জানব ঠিক এমনই

ঘুমন্ত রাত্রির জনহীন পথ, অথবা

শূন্য রোয়াক  , নির্জন নিশ্চুপ রেলস্টেশন

ঠিকানাহীন ভবঘুরে মানুষের নিশ্চিন্ত রাত্রিনিবাস । জানব , তীর্থপথের দুইধারে বসে কারা

কাদের করুণা চেয়ে কেমন করে

গান গেয়ে বিনিপয়সার আশীর্বাদ ছড়ায় ;

 একমাত্র মুমূর্ষু সন্তানকে কোলে নিয়ে

নিরুপায় মা কেমন করে দেবস্থানে

মিথ্যে হত্যে দিয়ে পড়ে থাকে  ।


ঠিক তেমনই দেখব হয়তো বা 

ভবিষ্যতের জিম্মায় রেখে ভবিষ্যৎ , নবপ্রজন্ম 

এমনই  মেঘ চেয়ে  আকাশের কাছে

করজোড়ে ব্যর্থ করুণা ভিক্ষা করছে ।

তখনও খুব চেনা এই পৃথিবীকে

চিনব কি না জানি না ।

-----------------------------------------------------------------