******* কলমের কান্না *****18.12.2022 আশীষ সিনহা ------------ইচ্ছে করে সারাটা দিনবসেই শুধু লিখিবাঁধন ছাড়া ভাবনা গুলোশিকল বেঁধে রাখি ।ছাই পাঁশ লিখি যতবু…
******* কলমের কান্না *****
18.12.2022
আশীষ সিনহা
------------
ইচ্ছে করে সারাটা দিন
বসেই শুধু লিখি
বাঁধন ছাড়া ভাবনা গুলো
শিকল বেঁধে রাখি ।
ছাই পাঁশ লিখি যত
বুঝি নাতো কিছু,
নেশা খোর কলম যে
ছাড়ে না আর পিছু ।
কলমের জাত কি ?
হিন্দু না মুসলিম ?
বৌদ্ধ না খৃষ্টান ?
এক কলম লিখা যায়
হরিনাম গান,
লেখা যায় আরো কিছু
খৃষ্টের বানি থেকে
আল্লার নাম ।
হানাহানি খুনোখুনি
ধর্মের ভিত্তি,
দানা নেই পানি নেই
পেটে পড়ে পিত্তি ।
এক গ্লাস জল চেয়ে
গফুরের কষ্ট,
আমিনার মুখে আজও
ভয় যেন স্পষ্ট ।
দেনা পাওনার হিসাব টা
আজো আছে জমা,
গ্ৰামে গ্ৰামে কেঁদে মরে
আজও নিরুপমা ।
নিজেদের সুখ চাই,
দেখে শুধু স্বার্থ,
কেউ কিছু ভাবে না,
হতভাগা কলমটা
তবুও যে কাঁদে না ।
****†**