সৃষ্টি সাহিত্য যাপন বিভাগ ----- কবিতা শিরোনাম --- বিজয় তুমি কার? কলমে ------ তরু তালুকদারতারিখ ---- ১৬/১২/২০২১
বিজয় দিবস আজ , চারিদিকে রব সাজ।
আনন্দের মিছিল যায়, বিজয়ের গানটি গায়।
বৃদ্ধটি জানালার পাশে, অতীত তার মনে আসে।
বৃদ…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ ----- কবিতা
শিরোনাম --- বিজয় তুমি কার?
কলমে ------ তরু তালুকদার
তারিখ ---- ১৬/১২/২০২১
বিজয় দিবস আজ ,
চারিদিকে রব সাজ।
আনন্দের মিছিল যায়,
বিজয়ের গানটি গায়।
বৃদ্ধটি জানালার পাশে,
অতীত তার মনে আসে।
বৃদ্ধ দাঁড়িয়ে থাকে ,
দেখে মিছিল-টাকে।
চোখে তার জল,
করছে ছলছল।
নিথর শরীর তার,
বয়সের বুঝি ভার।
বৃদ্ধের এই নিরবতা,
ভাবে অতীতের কথা।
একটি হাত তার নাই,
স্বাধীনতা স্বাক্ষী তাই।
মুক্তিযোদ্ধা উনি,
লোকমুখে শুনি।
সার্টিফিকেট সে নেয় নাই ,
রাজাকারেরা নিয়েছে তাই।
ক্ষমতায় আছে যারা,
লুটেপুটে খাচ্ছে তারা।
সাধারণ জনতা বলে,
দেশ যাচ্ছে রসাতলে।
এ-ই জন্যেই কি স্বাধীনতা?
বৃদ্ধের মনে অনেক ব্যথা।
অভিমানে তাই সে কয়,
এই বিজয় আমার নয়।