সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম- সে আছে আমার হৃদয় আলো করেতারিখ-01/12/22✍️ জয়ী
ওই জানিস কি তুই,সেদিন এক মুহূর্তে ভেবেছিলাম সূর্যের কিরণ আর গায়ে লাগবে না...তবে কি সেই কিরণের স্নিগ্ধতা আর পাবোনা...এক মুহূর্তে শূণ্যতা গ্রাস করেছিল আমায়,হৃদ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম- সে আছে আমার হৃদয় আলো করে
তারিখ-01/12/22
✍️ জয়ী
ওই জানিস কি তুই,
সেদিন এক মুহূর্তে ভেবেছিলাম সূর্যের কিরণ আর গায়ে লাগবে না...
তবে কি সেই কিরণের স্নিগ্ধতা আর পাবোনা...
এক মুহূর্তে শূণ্যতা গ্রাস করেছিল আমায়,
হৃদস্পন্দনটাও হঠাৎ করেই জানান দিয়েছিল,
ফুরিয়েছে আমার সময়.
ভালো মন্দ কিছু না বুঝেই ছুট্টে গেলাম মায়ের কাছে.
চোখের জলও সেদিন হারিয়েছিল ভাষা.
পাগলের মতো হাতড়ে বেড়িয়েছিল সেই কিরণের ফিরে আসা.
মন তখন ভয়ংকর রকম জুঝছিল নিজের সাথে.
ঠিক ভুলের জ্ঞানটা হারিয়েছিল হৃদয়ের হাটের মাঝে.
আসলে ভালোবাসা বোধহয় এমনটাই হয়,
পরীক্ষা নেয় বারবার.
চাওয়া পাওয়ার মাঝেও কিছু না পাওয়ারা অভিমান করে থেকে যায়.
হঠাৎ করেই কি মনে হলো গেলাম নদীর ধারে,
আনমনে কিছু একটা ভেবে চলেছি ওই নদীর পাড়ে..
ঠিক তখনই হিমেল হাওয়ারা কিছু একটা বলে গেলো কানে কানে,
কলমটা তুই তুলে নে হাতে,
দেখবি সূর্যের কিরণ থাকবে তোরই সাথে..
আজ আবার সাহস করে নিলাম কলম তুলে,
সূর্যের উজ্জ্বল কিরণ আজ গায়ে মেখেছে অভিমান ভুলে..
সেই কিরণের ভালোবাসাই জিতলো তবে,
আমার মনের ঘরে.
সে আছে আজ আলো করে...