Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

**********      সৃষ্টি সাহিত্য যাপন    *********
শিরোনাম:------     একটু উষ্ণতার জন্যকলমে :--------        পামেলা রায়তারিখ:-------         ২৩/১১/২২
তুমি দেখতে শিখিয়েছো, প্রকৃতির রঙিন সত্ত্বা.....উদয় ও অস্তের অপরূপ শোভা মাঝে অবস্…


 **********      সৃষ্টি সাহিত্য যাপন    *********


শিরোনাম:------     একটু উষ্ণতার জন্য

কলমে :--------        পামেলা রায়

তারিখ:-------         ২৩/১১/২২


তুমি দেখতে শিখিয়েছো, প্রকৃতির রঙিন সত্ত্বা.....

উদয় ও অস্তের অপরূপ শোভা মাঝে অবস্থান পরিবর্তনের ছায়া।


পূর্ণিমার চাঁদ, রূপোলি জোৎস্নার সাথে পথ চলা,

ধ্রুবতারার সাথে নির্জনে কথা বলা।


প্রত্যুষে শিশির সিক্ত ঘাসের আগায় শিউলির ভালোবাসার মালা গাথা।

বনানীর অপরূপ আলো-আঁধারি খেলা,

পাখির কুজনে সংগীতের সুর শোনা।


ধানের ক্ষেতে বাতাসের দোদুল দোলা খেলা,

কুয়াশার মখমলে চাদর গায়ে জড়িয়ে অজানা পথে হারিয়ে যাওয়া।


তুমি দেখতে শিখিয়েছো শিশির ভেজা প্রকৃতির অকৃত্রিম  রূপ লাবণ্যতাময় জৌলুস।


সেই শুভ্র পেঁজা মেঘে কেমন করে কবিতা ভাসে?? 


হ্যাঁ, তুমিই দেখিয়েছো, প্রবাহিনীর পথে প্রবাহিত কবিতা গাঁথা।


প্রকৃতির অতুলনীয় সৃষ্টি শ্রাবণ ধারা , টাপুর টুপুর বৃষ্টির 

বারিধারায় সিক্ত প্রাণে ভালোবাসার রোমাঞ্চ শিহরণ।


পঙ্কে জন্মেও পদ্মের মাধুর্য্য , কচুরিপানার তুচ্ছতা সরিয়ে ব্যবহারিক কার্য্য

মিঠে কড়া রোদে, শরীরের উষ্ণ ওমে প্রেমের উৎকণ্ঠার প্রলেপন।

নীল সমুদ্রে আসমানের প্রতিবিম্বের ভালবাসার দর্পণ দেখা।


সে তুমি, দেখিয়েছো ফেনিল ঢেউয়ের তীব্র কামনা তটে পৌঁছোবার,

মোহনাতে নদী সমুদ্রের আলিঙ্গন,

শীতের রাতে আগুনের পাশে তোমার প্রতীক্ষা, একটু উষ্ণতার জন্য।


হাতে হাত রেখে অজানা দেশে হারিয়ে যাওয়া,

প্রকৃতির বুকে মাথা রেখে বেদনা উজাড় করা।


সে, তুমি তুমি তুমি, দেখিয়েছো নব রূপে ,রসে গন্ধে ,বর্ণে প্রকৃতির অকৃপণ মায়া।


শিখিয়েছো প্রকৃতি সৃষ্টি আর এই সৃষ্টির মধ্যে মিশে যাওয়া,

দেখিয়েছো নারী প্রকৃতি স্বরূপা, ভালবাসার সীমাহীন মহাকাশ।


পুরুষ তারই এক অংশ ,নারী প্রকৃতির মধ্যে ডুবে যেতে চায়, পুরুষ তার ভালোবাসার কাঙ্ক্ষিত সমাপ্তিতে।