Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনদম্ভ যখন দোলায় দহন         ✍️শিব প্রসাদ হালদার              তারিখ -২/১২/২০২২
আভিজাত্যের দম্ভে যারমাটিতে পড়ে না পা-কতদূরে সেই দিন ?যেদিন পড়বে বাঁধা তার শ্রীচরণ দুটীঅন্তহীন অহংকারের অগোচরেঅদৃষ্টের অদৃশ্য অভিশাপে-অ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

দম্ভ যখন দোলায় দহন

         ✍️শিব প্রসাদ হালদার

              তারিখ -২/১২/২০২২


আভিজাত্যের দম্ভে যার

মাটিতে পড়ে না পা-

কতদূরে সেই দিন ?

যেদিন পড়বে বাঁধা তার শ্রীচরণ দুটী

অন্তহীন অহংকারের অগোচরে

অদৃষ্টের অদৃশ্য অভিশাপে-

অকলুষ মাটি চৌচির হোয়ে

বিষাক্ত তপ্ত পঙ্কিল পাঁকে !

প্রভূ !

সেইদিন দিও-

অন্ততঃ একটি বার একটুখানি সুযোগ, 

পারি যেন শোধরাতে-নিভিয়ে দহন শিখা;

জাগিয়ে অনুভূতি-তার অশান্ত অনুতপ্ত হৃদয়ে

সবটাই স্বগর্বের স্বচ্ছন্দে-

নয় কোন অনুনয়ে !!