সৃষ্টি সাহিত্য যাপনগদ্য কবিতা শিরোনাম --মানুষ চেনা কঠিনকলমে --বিউটী বাগচী সরখেলতাং --০২/১২/২২
বয়স বাড়তে বাড়তে বার্ধ্যকের দোড় গোড়ায়,তবু অবুঝ মনের মানুষ চেনা হলোনা,চিনতে চিনতে হয়তো শেষ লগ্নে পৌঁছোনো,তবুও যেন নিস্পেসিত নিঃসন্…
সৃষ্টি সাহিত্য যাপন
গদ্য কবিতা
শিরোনাম --মানুষ চেনা কঠিন
কলমে --বিউটী বাগচী সরখেল
তাং --০২/১২/২২
বয়স বাড়তে বাড়তে বার্ধ্যকের দোড় গোড়ায়,
তবু অবুঝ মনের মানুষ চেনা হলোনা,
চিনতে চিনতে হয়তো শেষ লগ্নে পৌঁছোনো,
তবুও যেন নিস্পেসিত নিঃসন্দেহে বলা।
হয়নি চেনা এই ধরনীর শ্রেষ্ঠ জীব মানুষ,
বুদ্ধি,বিদ্যা, দর্শনে বিশ্বাসী এই প্রাণীটি উচ্চে,
তবু থাকে,রাখে,রাখি অবিশ্বাসের তালিকায়,
এযে আদ্যপ্রান্ত কঠিন থেকে কঠিনতর কর্ম।
কাউকে দোষী সাব্যস্ত করার নেই অধিকার,
আপনার চেতনা জাগ্রত করি বেঁচে থাকা,
দুপেয়ে প্রাণী বড্ড বেশি মুখোশের আধার।
চার পেয়ে জানোয়ার এতো হবে আকছার,
কিবা দোষ রহে বর্তমান পশুদের মুখ আর,
মুখোশের আড়ালে চারিদিকে থাকে বর্তমান,
কিভাবে, কেমনে হায় চিনিবে তুমি তাদের,
মুখে এক মনে বহতা আর এক রূপের বাহার।
মন,মুখ কখনো এক নাহি পাবে এই দূর্বৃত্তদের,
তাই তো কঠিন কাজ মানুষ নামক প্রাণীদের,
তোমার মতো তোমায় থাকতে হবে জীবনে,
এবিনা গতি নেই, মানুষ চেনা কাজটি করা।
@@ বি, এস, বি