(সৃষ্টি সাহিত্য যাপন)##অন্য_পথ
@দীপকমুখোপাধ্যায়৩০১১২০২২
অতিক্রান্ত বহু পথ পড়ন্ত বিকেলে একপাহাড়ের গায়ে হেলান দিয়ে ব'সে আছি এ পাহাড় ডিঙোতে হবে ওপারে ভূমিপুত্রেরা থাকে এপারে আমরা --- সীমানাহীন --- বর্বর।
সবাই গেছে সন্ধ্যাতার…
(সৃষ্টি সাহিত্য যাপন)
##অন্য_পথ
@দীপকমুখোপাধ্যায়
৩০১১২০২২
অতিক্রান্ত বহু পথ
পড়ন্ত বিকেলে এক
পাহাড়ের গায়ে হেলান দিয়ে ব'সে আছি
এ পাহাড় ডিঙোতে হবে
ওপারে ভূমিপুত্রেরা থাকে
এপারে আমরা --- সীমানাহীন --- বর্বর।
সবাই গেছে সন্ধ্যাতারা অস্ত গেলে
তবুও রক্তচক্ষু এপারে হ'ল নীল ----
খুঁজে মরে পরাস্ত মানুষের বাগান-কুটির ।
ত্রস্ত মানুষ বাজায় ধামসা-মাদল
খনির ভিতর আগুন জ্বলে ধিকি ধিকি
অন্য পথে স্লোগান ওঠে পাঁচমিশেলি ।
ছন্নছাড়া করল যারা তাদের জীবন
আকাশ তাদের দিল তারার ঝিকিমিকি ।
এই না হ'লে তাসের দেশের নিয়ম কানুন
খৈ ছিটিয়ে চলছে দ্যাখো ন্যাংটো ছেলে
হাতে তাদের উল্কি করা শিবের নাচন
মাটির হাড়ির হাল হয়েছে মাথার খুলি ।
আজকে তারাভিক্ষে পাবে সবাই জানে
আজকে খুশি কাল কি হবে কে তা জানে ?
********