সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম - অতৃপ্ততাকলমে - মিঠু ঘোষতারিখ -৩০-১১-২০২২
মাঝে মাঝে মনে হয় নিজেকেঅগ্নি নেভানো যন্ত্র আমি,মনের দাউ দাউ করে জ্বলছে আগুনকখনও আমার জলের মতোন স্যাঁত স্যাঁতে মনের কবলে ছুটি আমি।
শুধু চট্ফট করতে করতেই কেটে যা…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম - অতৃপ্ততা
কলমে - মিঠু ঘোষ
তারিখ -৩০-১১-২০২২
মাঝে মাঝে মনে হয় নিজেকে
অগ্নি নেভানো যন্ত্র আমি,
মনের দাউ দাউ করে জ্বলছে আগুন
কখনও আমার জলের মতোন স্যাঁত স্যাঁতে মনের কবলে ছুটি আমি।
শুধু চট্ফট করতে করতেই কেটে যায় দিবারাত্রি,
শুধু প্রহর গুনি যন্ত্রণায় ------
কি ভীষন দংস্ট্রা করাল বিভীষিকা,
আর পারছিনা সইতে বেদনা।
একাই আজ ছুটে চলেছি ----
যন্ত্রনায় বুকের ভেতর বেড়ে চলেছে বেদনা,
বোঝানোর ভাষা নেই
যেন বধীরতার কাছে হার মেনেছি আমি।
অন্তর অতৃপ্ততায় প্রতি মুহূর্তে দায়বদ্ধতায় চলছি আমি,
চাইলেই নেই মুক্তি ----
যেন বদ্ধ ঘরের অন্ধকূপে চোখ বেঁধে পরে আছি ,
সব যেন ঘুটঘুটে অন্ধকার।
সামনে সূর্যালোক নেই জানি,
শুধু অদম্য এক ইচ্ছেয় ছুটে চলেছি -----
দিশাহীন যাত্রী আমি,
যদি পারো আলো এনো আঁধারের যাত্রী না হয়ে।