Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
বিষয়: কবিতাশিরোনাম: অপ্রিয় হতে চাই...কলমে: তনুময় শীল০১.১২.২০২২
*****  অপ্রিয় হতে চাই...  *****
কখনও কখনও অপ্রিয় হওয়া ভালো।
যে সব স্মৃতি বারে বারে টেনে নিয়ে যায় শূন্যতার মহাকাশে,অপ্রিয় সুরে ওদের তাল কেটে য…

 


সৃষ্টি সাহিত্য যাপন


বিষয়: কবিতা

শিরোনাম: অপ্রিয় হতে চাই...

কলমে: তনুময় শীল

০১.১২.২০২২


*****  অপ্রিয় হতে চাই...  *****


কখনও কখনও অপ্রিয় হওয়া ভালো।


যে সব স্মৃতি বারে বারে টেনে নিয়ে যায় শূন্যতার মহাকাশে,

অপ্রিয় সুরে ওদের তাল কেটে যায়,

ওরা আর কাছে আসে না।


খুব চেনা শব্দগুলো দুঃখ দিলে,

প্রবল ব্যস্ততায় ওদের ভুলে যেতে ইচ্ছে হয়।

চোয়াল শক্ত করে শপথ করি,

অতীতে আর চোখ ফেরাবো না।


অথচ, মনে দ্বিধা দ্বন্দ্বের ঝড়ে খড়কুটোর মতো উড়ে যাই আমি এক লহমায়।


আমি অপ্রিয় হতে চাই...

কিন্তু অপ্রিয় হতে পারি কই?


অপ্রিয় হওয়ার অভিনয়ে আমি যে বড়োই অপটু।