তোমার কি রক্ত ঝরেনি?😭😭😭🏠🏠🌺🌺❤️কলমে ঃ শাশ্বতী রায়। ২৩/১২/২২বড় যত্ন করে কষ্ট দিতে এসেছিলে তুমি কি একটুও কষ্ট পাওনি প্রিয়?? বড় যত্ন করে দুঃখ দিতে এসেছিলে।তুমি কি একটুও দুঃখ পাও নি?তুমি অনেক যত্ন করে কাঁদাতে এসেছিলেচাও ক্ষণে ক্…
তোমার কি রক্ত ঝরেনি?😭😭😭🏠🏠🌺🌺❤️
কলমে ঃ শাশ্বতী রায়।
২৩/১২/২২
বড় যত্ন করে কষ্ট দিতে এসেছিলে
তুমি কি একটুও কষ্ট পাওনি প্রিয়??
বড় যত্ন করে দুঃখ দিতে এসেছিলে।
তুমি কি একটুও দুঃখ পাও নি?
তুমি অনেক যত্ন করে কাঁদাতে এসেছিলে
চাও ক্ষণে ক্ষণে কাঁটার আঘাতে কাঁদাতে।
শুধুই কি আমার হৃদয় হতে রক্ত ঝরে?
তোমার কি একটুও রক্ত ঝরেনি????
বলতে পারবে কি??
শুধুই কি আমি একা ই কেঁদেছি ---
তুমি কি একটু ও কাঁদনি??
শুধুই কি আমি একাই ভালো বেসেছি
তুমি কি একটু ও ভালোবাসো নি??
চাঁদকে সকলে ভালোবাসে
তাতে চাঁদের কলঙ্ক আছে কি??
আমাকে সকলে ভালোবাসলে এত কি ক্ষতি?
তোমার কেন তবে এত দুঃখের গীতি ???
আমায় সাজা দিতে এসে তুমি কি সাজা পাওনি??
তোমার দেওয়া দুঃখ গুলো আমাকে করেছে রানী!!
দুঃখ গুলো করেছে রানীর রানী, মহারানী!!
মহাকালের কাছে দুঃখ গুলো রেখেছি জমা ।।
প্রিয়, প্রিয়, এসো সব ব্যথা গুলো দূরে ঠেলে
আত্মার সাথে আত্মা মিলে --
যেন পায় মহাকালের ক্ষমা!!❤️❤️❤️