Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম: চেয়ে আছি উন্মুক্ত দুয়ার পানেকলমে- মনোজ ভট্টাচার্য্যআরিখ:২৩/০২/২০২২**************************উন্মুক্ত দুয়ার পানে আজও চেয়ে থাকি,মনে হয় আসছো ফিরে শুনবে খোকনের হাসি।ওরা বলেছিল কারগিল যুদ্ধেশহীদ হয়েছো, লাশ পাইনি খুঁ…


 শিরোনাম: চেয়ে আছি উন্মুক্ত দুয়ার পানে

কলমে- মনোজ ভট্টাচার্য্য

আরিখ:২৩/০২/২০২২

**************************

উন্মুক্ত দুয়ার পানে আজও চেয়ে থাকি,

মনে হয় আসছো ফিরে শুনবে খোকনের হাসি।

ওরা বলেছিল কারগিল যুদ্ধে

শহীদ হয়েছো, লাশ পাইনি খুঁজে,

কেবলই আমার মনে হয় সেটা মিছে,

আসবে তুমি ফিরে।

উঁচু উঁচু কোন পাহাড়ের খাঁজে,

আহত হয়েছিলে পরে,

কোন আজনবী দয়া মায়া করে,

আপন কক্ষে রেখেছে এনে!!


সুস্থ হলে আসবে চলে,

আপন আলয় মাঝে,

সেই আশাতেই উন্মুক্ত দুয়ারে,

বসে থাকি পথো চেয়ে!!


জানো আমি সিঁদুর পরি,

তোমার নামটি নিয়ে!

হাতে শাখা নোয়া আছেগো আমার,

তোমার আয়ুর তরে!!


যেথায় আছো লক্ষ্মীটি এসো ফিরে

বিচ্ছেদ ব্যথা হৃদয় জুড়ে,

বিরহ বেদনে রয়েছি এখানে,

আর যে পারিনা সহিতে!!


তোমার খোকা যে হাঁটতে শিখেছে, দেখে যাও তুমি এসে,

আদো আদো বোলে তোমার নামটি ধরে,

কেবলই ডাকতে থাকে!!


শূন্য ঘরেতে তোমাকে ছাড়া যে,

বড় একা একা লাগে,

প্রতিবেশী বলে পাগলামি করে,

 বসে নাকি আমি উন্মুক্ত দুয়ারে।।

**************************