Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন... 
এখনো.....এখনো অজান্তেই কিছু আশাচষে যায় হৃদয়ের জমিএখনোকখনো কখনো মুখরিত হয়মনের বনভূমি এখনোফুরতে ফুরতে বাকি থেকে গেছেকিছু স্বপ্নের কণাএখনোস্বপ্ন কণা শক্ত বালির মতোবুকের কিছু না জানা ক্ষতউসকে দেয়এখনোসন্ধ্যের…

 


সৃষ্টি সাহিত্য যাপন... 


এখনো.....

এখনো

 অজান্তেই কিছু আশা

চষে যায় হৃদয়ের জমি

এখনো

কখনো কখনো মুখরিত হয়

মনের বনভূমি 

এখনো

ফুরতে ফুরতে বাকি থেকে গেছে

কিছু স্বপ্নের কণা

এখনো

স্বপ্ন কণা শক্ত বালির মতো

বুকের কিছু না জানা ক্ষত

উসকে দেয়

এখনো

সন্ধ্যের অস্তমিত আলো

রেখে যায় কিছু মুগ্ধতার স্পর্শ 

এখনো

শেষ না হওয়া গল্পের

সমাপ্তি র সন্ধান হয়

এখনো

শীত ঘুমে জড়িয়ে থাকা হৃদয়

প্রদীপের উষ্ণতা খোঁজে 

এখনো

কৃষ্ণচূড়া জানান দেয়

লাল শুধু রক্তের নয়

প্রেমের প্রতীক

এখনো

সমাপ্তির সুরে কিছু টুকরো 

কলি জুড়ে

দীর্ঘায়িত করতে সাধ হয়।


এখনো!

হ্যঁ এখনো হৃদয় জানান দেয়

পৃথিবী ততটাও অসুন্দর নয়

যে অসুন্দরতা পৃথিবীকে

অস্বীকার করায়....

৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷৷ কৌশিকী (২৪/১২/২২)