Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

(সৃষ্টি সাহিত্য যাপন)#যুগ_যুগান্ত_যুগান্ধ 
@দীপকমুখোপাধ্যায় ২৪১২২০২২
এখানে অযথা ভীড় ক'রবেন না স'রে যানদাঙ্গা হাঙ্গামা খুনোখুনি মারপিট ঘর পোড়ানো কখনও দেখেননি বুঝি বাপ ঠাকুরদা --- ওনাদেরকে জিজ্ঞাসা করুন ---এখানে ভীড় বাড়ি…

 


(সৃষ্টি সাহিত্য যাপন)

#যুগ_যুগান্ত_যুগান্ধ 


@দীপকমুখোপাধ্যায় 

২৪১২২০২২


এখানে অযথা ভীড় ক'রবেন না 

স'রে যান

দাঙ্গা হাঙ্গামা খুনোখুনি মারপিট ঘর পোড়ানো 

কখনও দেখেননি বুঝি 

বাপ ঠাকুরদা --- ওনাদেরকে জিজ্ঞাসা করুন ---

এখানে ভীড় বাড়িয়ে লাভ নেই 

মানুষটাকে স'রিয়ে নিয়ে গেলে 

কার রক্ত ঝ'রেছে বুঝতে পারবেন?


সেই আমিই তো ফিরে ফিরে আসি 

জন্ম থেকে জন্মান্তরে 

ঠিক যেভাবে পিতা পিতামহ প্রপিতামহ এসেছিলেন 

সামান্য ভেদে একই বংশাণু আর ধাতব লক্ষণে আমাদের পূর্বপুরুষ ;

আমিই জাতিষ্মর যুগ যুগান্তের 

আমি ঠিক ব'লে দেবো তাদের মৃত্যুর কারণ

আমি ঠিক ব'লে দেবো দাঙ্গার কারণ

যুগে যুগে দাঙ্গার বিষাক্ত পরিণতির কারণ।


কে ব'লতে পারে তুমিই আমার বংশধর ছিলে কিনা 

লতায় পাতায় অরণ্যের মর্মরে 

সেই রব ওঠে অদ্বৈত হিল্লোলে 

শুনি বারীশের সেই দূর্বার আহ্বান 

একই নওরিন নিশান আমাদের 

ধর্ম জাতি সংস্কার ভেদে বিচ্ছিন্ন হ'লেও 

একই রক্তে মাখামাখি ভগ্ন হৃদয়

কোটি অঙ্গ বেঁধে রাখে সহস্র কোটি প্রাণ। 


একই মাতৃক্রোড়ে জন্ম আমাদের 

একই দেশ 

একই ক্ষুধার জপ তপ 

একই সূর্যাণু 

একই চন্দ্রটিকা 

একই কাঙ্খিত নদী 

একই বৃন্ত, শতফুল শতরূপে 

সন্তান আমাদের মাখে একই ধুলোবালি।


কোন সে রাজার সন্তান যারা থাকে দুধে ভাতে 

কোন সে রাজবংশ যেখানে যুগান্ধ ধর্ম এসে কলকাঠি নাড়ে 

অনাথ অভুক্ত হ'য়ে পড়ে জীবনমুখী শিশু 

অধর্মে আসক্তি বাড়ে দিন দিন 

বিচ্ছিন্ন হয় বংশধর 

বিচ্ছিন্ন হয় উদ্ভেদ প্রক্রিয়া 

বিবর্তন এসে থাবা বসায় বংশাণুক্রমে ?

সিংহাসনে ব'সে থাকে বিকলাঙ্গ ক্রীড়নক যুগান্ধ রাজা।


*********