কেন্দ্রের আবাস যোজনায় দুর্নীতি, 100 দিনের কাজ ও শৌচাগারে দুর্নীতির প্রতিবাদে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে তমলুক থানার চাঠরা তে শহীদ মাতঙ্গিনী ব্লকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা। বিডিও অফিসে ডেপুটেশন দিতে গেলে …
কেন্দ্রের আবাস যোজনায় দুর্নীতি, 100 দিনের কাজ ও শৌচাগারে দুর্নীতির প্রতিবাদে তমলুক সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে তমলুক থানার চাঠরা তে শহীদ মাতঙ্গিনী ব্লকে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি ঘিরে উত্তেজনা। বিডিও অফিসে ডেপুটেশন দিতে গেলে বিজেপি কর্মীদের বাধা দেয় পুলিশ। তারই প্রতিবাদে বিডিও অফিস সংলগ্ন হলদিয়া-মেছেদা রাজ্য সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ বিজেপি কর্মীদের। ফলে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে।