ভাবনা সুনীল বণিক। ২১/১২/২০২২****************পারলে নিজেকে দেখো যত পারো,নিজেকে শোনো বার বার,অন্যকে নিয়ে মেতে কি হবে?সময়ের অপব্যবহার।
বন্ধুর ঘরের দেওয়ালেঅযথা কান পাতা পাতি কেনো?সমস্যার ঘূণ পোকা তো ঘরে ঘরে।অন্যকে নিয়ে বৃথা সমালোচনা।
…
ভাবনা
সুনীল বণিক।
২১/১২/২০২২
****************
পারলে নিজেকে দেখো যত পারো,
নিজেকে শোনো বার বার,
অন্যকে নিয়ে মেতে কি হবে?
সময়ের অপব্যবহার।
বন্ধুর ঘরের দেওয়ালে
অযথা কান পাতা পাতি কেনো?
সমস্যার ঘূণ পোকা তো ঘরে ঘরে।
অন্যকে নিয়ে বৃথা সমালোচনা।
কৌতূহলী মনকে ঘুম পাড়িয়ে
নিজেকে শুদ্ধ রাখো।
শাসন যদি করতে হয় তবে
নিজেকে করো, অন্যকে দেখার
কাজ ঈশ্বরের।
চলো নিজেদের আর একবার
শুদ্ধ করি যুগের হাওয়ায়।
করি কিছু শুভ কর্ম আর ধর্ম,
সকলের সাথে মিলে মিশে,
শেষ করি এই সফর।