Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
কবিতা ---"বড়দিন"বাজুক বীণ কলমে----সুখেন্দু ঘোড়ই তারিখ ----২৫/১২/২০২২ 
বাৎসরিক খ্রিষ্টীয় ধর্মীয় উৎসব "শীতকালীন পাস্কা-বড়দিন- ক্রিসমাস-খ্রিষ্টমাস-যিশু জন্মজয়ন্তী " একই নামে বিলীন। আলোর আধার তু…


সৃষ্টি সাহিত্য যাপন 


কবিতা ---"বড়দিন"বাজুক বীণ 

কলমে----সুখেন্দু ঘোড়ই 

তারিখ ----২৫/১২/২০২২ 


বাৎসরিক খ্রিষ্টীয় ধর্মীয় উৎসব "শীতকালীন পাস্কা-বড়দিন- 

ক্রিসমাস-খ্রিষ্টমাস-যিশু জন্মজয়ন্তী " একই নামে বিলীন। 

আলোর আধার তুমি "প্রভু" মাতা মেরীর কোলে 

বেথেলহাম গোয়াল ঘরে পঁচিশে ডিসেম্বর জন্ম নিলে। 

খ্রিষ্টানদের কাছে তুমি মহান ইহুদি ধর্ম প্রচারক 

"ঈশ্বর পুত্র" মান্যতা দেয় সকল রহস্যের উদ্ভাবক। 

"রাব্যি-প্রাপ্তি" সম্বোধনে করতে তুমি প্রচার বাণী 

ক্রুশবিদ্ধ হল "গুডফাইডে"" ইস্টারডে"পুনঃ জন্ম মানি। 

বিদ্ধক্রশের আঘাত শয়ে ক্রোধীরে করেছ করুণা ক্ষমা 

নৃশংসতা দূরে ঠেলে বাজালে বিশ্বে প্রেম দামামা। 

হরেক দেশে হরেক আবেশে পালিত যিশুর জন্মদিন 

ধর্মীয় শোভাযাত্রা কুচকাওয়াজের আয়োজন হয় পূর্বদিন। 

গৃহসজ্জায় ক্যাকটাস বৃক্ষ-আলোকসজ্জা-মোজা-গহনা 

চিত্রশিল্পে যিশু জন্মদৃশ্য তুলির টানে ঐতিহ্য ব্যাঞ্জনা। 

পুতুল দৃশ্য "ক্রিব" র সাথে আছে শিশুদের অভিনয় 

প্রথাগত রং পাইন- সবুজ তুষার-ধবল রক্তবর্ণ-হৃদয়। 

মধ্যযুগীয় কর্ড প্যাটার্নে সুরারোপিত সঙ্গীত ক্যারোল মূর্ছনা 

প্রথাগত সজ্জা ঘণ্টা মোমবাতি গীর্জায় প্রার্থনা উপাসনা। 

বড়দিনের-কার্ড বিনিময় সাথে ভোজ-উপহার প্রদান 

সান্টাক্লজ-সিন্টারক্লাস-ফাদার ফরেস্ট পৌরাণিক চরিত্র মহান। 

ভোজন তালিকায় মাছ মাংস টার্ফি আলু শাকসবজী 

মিষ্টি স্টোলেন-চকোলেট-ফ্রুটকেক সদাই রাখে বাজি। 

"বিশ্বপিতা" মনের মিতা প্রণতি জানাই শুভ"বড়দিনে" 

অনাচার-লোভ-হিংসা টুটুক শান্তি -সাম্য আশীষদানে।