Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা একটা সকালের জন‍্য বী রে ন  আ চা র্য্য ২২শে ডিসেম্বর, ২০২২
একটা সকালের জন‍্য --------------------------------আড়িপাতা সংসারে সংশয়ের আগুন বার্তাকু পোড়ে বার্তার প্রতিবাদে; নীতি দড়ি নেয় গলায় - অমাবস‍্যা চুমু খায় পূর্ণিমার গালে ; …

 


কবিতা 

একটা সকালের জন‍্য 

বী রে ন  আ চা র্য্য 

২২শে ডিসেম্বর, ২০২২


একটা সকালের জন‍্য 

--------------------------------

আড়িপাতা সংসারে সংশয়ের আগুন 

বার্তাকু পোড়ে বার্তার প্রতিবাদে; 

নীতি দড়ি নেয় গলায় - 

অমাবস‍্যা চুমু খায় পূর্ণিমার গালে ; 

ঘোর অন্ধকারে কালো সোনা পাচার হয় ভগবতী পিঠে।

গরাদের ফাঁক দিয়ে শিক্ষা ডাকে অনশনি যৌবন, 

প্রেম প্রেম খেলা নেতার-হাটে ; 

ঘুঘুর বাসা আবাসে - 

যন্ত্রণা চাপা থাকে না ছিটে বেড়ায়; 

নৈবেদ‍্য খেয়ে যায় উচ্ছিষ্ট ভোজী খেচর।

অসিশক্তি আর পেশি শক্তিতে কলিঙ্গ যুদ্ধই হয় , 

প্রিয়দর্শনী তো সবাই হয় না; 

অন্তর্জয়ী শপথেই প্রশাসন হাসে গর্বের হাসি - 

যদি সংবিধানের পবিত্রতায় থাকে প্রশাসক মন;

জনমত কেনা নয়, জন হদয় জয় ।

উদ্ধত শিরে অহমিকার জয়গান নয় ,

স্বপ্ন চুরির কারিগর হয়ে ইতিহাসে হয় না ঠাঁই;

স্বপ্ন জয়ের মৃত‍্যুঞ্জয়ী ধ্বনিতেই হয় সভ‍্যতার সকাল,

একজন সু প্রশাসকই এনে দিতে পারে 

এক আলো ঝলমলে সকাল।

        --------------×-----------