Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিজয়ের প্রাপ্তিতে!-- রেশমা বেগম ২৪.১২.২০২২ ইং
বিজয় নিশান উড়ছে পতাকাবাংলার ভুমে গৌরবময় দীপ্তিতে--শহীদের রক্তের নহর প্রশ্ন করেগণমানুষের সার্বিক প্রাপ্তিতে!
বিজয়-দিবস ঘুরে আসে প্রতিবছরদেশপ্রেমী আত্মত্যাগী কড়া…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিজয়ের প্রাপ্তিতে!

-- রেশমা বেগম

 ২৪.১২.২০২২ ইং


বিজয় নিশান উড়ছে পতাকা

বাংলার ভুমে গৌরবময় দীপ্তিতে--

শহীদের রক্তের নহর প্রশ্ন করে

গণমানুষের সার্বিক প্রাপ্তিতে!


বিজয়-দিবস ঘুরে আসে প্রতিবছর

দেশপ্রেমী আত্মত্যাগী কড়ানারে মর্মমূলে,

জাগ্রত করে বিবেকের দুয়ার---

আত্মারা ক্রন্দনরত ঘটমান কর্মভুলে।


বিজয়ের ঢংকা বাজে মাতৃকোলে 

স্বাধীনতার দালিলিক অর্জন সম্মানে,

বিজয়ের চেহারা ভ্রুকুটি কপালে 

আমার আমিত্ব তলিয়ে গহব্বরে।


বীরাঙ্গনা সম্ভ্রম হারিয়ে যুগান্তরে

পেয়েছে মুক্তিযোদ্ধার সনদ নিদানকালে,

গগনের ছায়া নিস্তব্ধ প্রতিকৃতিতে

বায়ুর ঘ্রাণ বিবর্ণময় প্রাতঃকালে।


ফাগুনের লাল পলাশ-শিমুল অসার 

মনে পড়ে নৃশংসতার রক্তস্রোত--

বিজয়ে পর্বততুল্য গৌরব-সম্মান

আমরা কী দিতে পারলাম জননী 

জন্মভূমিকে??


ঢাকা, বাংলাদেশ।