Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভার্চুয়ালি হলদিয়ার পাতিখালীতে ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার মাল্টি মোডাল টার্মিনাল উদ্বোধন করেছেন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভার্চুয়ালি হলদিয়ার পাতিখালীতে ৬০৭ কোটি টাকায় নির্মিত ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার মাল্টি মোডাল টার্মিনাল উদ্বোধন করেছেন। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রী…



ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ ভার্চুয়ালি হলদিয়ার পাতিখালীতে ৬০৭ কোটি টাকায় নির্মিত ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটি অফ ইন্ডিয়ার মাল্টি মোডাল টার্মিনাল উদ্বোধন করেছেন। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় জাহাজ, বন্দর, অভ্যন্তরীণ জলপথ পরিবহন এবং আয়ুষ মন্ত্রকের প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর।


 জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর ভাষণে বলেন, হলদিয়া বন্দর স্বাধীনতা সংগ্রামী সতীশ চন্দ্র সামন্তের উদ্যোগে গড়ে তোলা হয়েছে এবং আজ এক ঐতিহাসিক দিন হলদিয়া বন্দর দক্ষিণ পূর্ব এশিয়ায় বাংলাদেশ আসাম বার্মা ইন্দোনেশিয়া চীন ভুটান এই সমস্ত দেশগুলোর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা এবং আদান-প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবং অত্যন্ত ভালো কাজ করেছে। এই জন্য হলদিয়া বন্দরকে উন্নতির চরম সীমায় নিয়ে যাওয়ার কথা তিনি ঘোষণা করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী উত্তর-পূর্ব ভারতকে উন্নয়নের শিখরে পৌঁছে দিতে সচেষ্ট হয়েছেন। কারণ উত্তর-পূর্ব ভারত পিছিয়ে ছিল। পিএম গতিশক্তির মাধ্যমে দেশকে সার্বিক বিকাশের মাধ্যমে বিশ্বের মধ্যে প্রথম সারিতে নিয়ে যাওয়া সম্ভব হবে। আরো বলেন, ভারতবর্ষে বিভিন্ন নদনদীর রয়েছে, সেই জলপথকে কিভাবে ব্যবহার করা যায় সেই ভাবনা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি করে দেখিয়েছে। আজ তিনি বারাণসী থেকে আসাম পর্যন্ত দীর্ঘ জলপথ পর্যটন যাত্রার উদ্বোধন করেন । ইনল্যান্ড ওয়াটার প্রোটোকল অনুযায়ী বাংলাদেশের সঙ্গেও ব্যবসার ক্ষেত্রে এই মাল্টি মোডাল টার্মিনাল গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। 

অনুষ্ঠানে সাংসদ দিব্যেন্দু অধিকারী বিধায়ক তাপসী মন্ডল সহ ইনল্যান্ড ওয়াটার ওয়েজ অথরিটির আধিকারিকরা উপস্থিত ছিলেন। 

 কলকাতা বন্দরের নাম যেমন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে করা হয়েছে, হলদিয়া বন্দরের নাম সতীশচন্দ্র সামন্তের নামে করার জন্য সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রীর কাছে জানাবেন।

*২৪ শের আগে সি এ এ লাঘু হবে বলে হলদিয়ায় এসে জানালেন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। সেই সাথে রাজ্য সরকারের তাজপুর বন্দর গড়ে তোলা, আবাস যোজনা নিয়ে মন্তব্য প্রকাশ করেন তিনি।*