বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটস্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন পালন এবং আমন্ত্রিত কবি সাহিত্যিকদের নিয়ে সাহিত্য বাসর অনুষ্ঠিত হল ৩৭ তম বার্ষিক কেটিপিপি মেলা প্রাঙ্গণে বৃহস্পতিবার। স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক নি…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
স্বামী বিবেকানন্দের ১৬১ তম জন্মদিন পালন এবং আমন্ত্রিত কবি সাহিত্যিকদের নিয়ে সাহিত্য বাসর অনুষ্ঠিত হল ৩৭ তম বার্ষিক কেটিপিপি মেলা প্রাঙ্গণে বৃহস্পতিবার। স্বামী বিবেকানন্দের জীবনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন কবি অমৃত মাইতি, সুস্মাত জানা, হরপ্রসাদ সাউ প্রমূখ। সাহিত্য সম্মেলনে শতাধিক সাহিত্যিক কবি অংশগ্রহণ করে। সমগ্র অনুষ্ঠানের পৌরহিত্য করেন বিশিষ্ট সাহিত্যিক সুকুমার মাইতি। অনুষ্ঠান সঞ্চালনে ছিলেন ঘনশ্যাম বর্মন ও প্রশান্তশেখর ভৌমিক। আধুনিক কবিতায় কৃতি সুন্দর পাল, তাপস বৈদ্য, মদনমোহন মাইতি, ঈশিতা ব্যানার্জি, দেবাশীষ প্রধান সহ জেলা থেকে আগত কবিদের কবিতা পাট উপস্থিত সাহিত্য অনুরাগী মানুষজনদের মনোগ্রাহী করে তুলে।