Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সেচ মন্ত্রীর নিকট স্মারকলিপি বন্যা ভাঙ্গন প্রতিরোধ কমিটির

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা ভাঙ্গন প্রতিরোধের গুরুত্বপূর্ণ কয়েকটি দাবিসহ ঘাটাল মাস্টার প্ল্যানে আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ করে বর্ষার পূর্বে কাজ শুরুর দাবিতে বুধবার বন্যা ভাঙ্গন প্রতিরোধ …



বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার বন্যা ভাঙ্গন প্রতিরোধের গুরুত্বপূর্ণ কয়েকটি দাবিসহ ঘাটাল মাস্টার প্ল্যানে আসন্ন বাজেটে অর্থ বরাদ্দ করে বর্ষার পূর্বে কাজ শুরুর দাবিতে বুধবার বন্যা ভাঙ্গন প্রতিরোধ কমিটির পক্ষ থেকে রাজ্যের জলসম্পদ দপ্তরের মন্ত্রী পার্থ ভৌমিকের নিকট স্মারকলিপি দেওয়া হল। প্রতিনিধি দলে ছিলেন নারায়ণ চন্দ্র নায়ক, অশোক তরু প্রধান, দেবব্রত মণ্ডল, প্রশান্ত মাজী, অর্ধেন্দু মাজী প্রমূখ। আলোচনার সময় উপস্থিত ছিলেন দপ্তরের সচিব সঞ্জয় কুন্ডু। অন্যান্য দাবি গুলির মধ্যে ছিল সোয়াদিঘি ,পায়রা টুঙ্গি, দেহাটি, দেনান, পুটিমারি, বারচৌকা বেসিন সংস্কার, শিলাবতীর সাহেব ঘাট ও রূপনারায়নের বন্দর এলাকায় কংক্রিটের ব্রিজ নির্মাণ, হাওড়া জেলার দিকে গজিয়ে উঠা বিশাল চর অপসারণ ইত্যাদি। সেচ মন্ত্রী দাবি গুলির যৌথিকতা স্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।