বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুকবিধানসভা নির্বাচনের পর শীতঘুম কাটিয়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পূর্ব মেদিনীপুর জেলার অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার তমলুক জেলা পার্টি অফিস। সম্মেলন থেকে সংগঠনের হাল হকিকত নিয়ে বিভিন্ন আ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। তমলুক
বিধানসভা নির্বাচনের পর শীতঘুম কাটিয়ে সারা ভারত ফরওয়ার্ড ব্লকের পূর্ব মেদিনীপুর জেলার অষ্টম সম্মেলন অনুষ্ঠিত হল রবিবার তমলুক জেলা পার্টি অফিস। সম্মেলন থেকে সংগঠনের হাল হকিকত নিয়ে বিভিন্ন আলোচনা প্রসঙ্গে উঠে এল সংগঠনের বেহাল দশার বিভিন্ন দিক গুলি। বিভিন্ন জায়গায় বর্তমানে সমবায় নির্বাচন চলছে শাসক দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমবায় নির্বাচনে জয়লাভ করছে। এই জয় বামপন্থী সংগঠনের দুর্বলতার কারণেই জয় বলে অভিমত রাজ্য ও জেলা নেতৃত্বদের। নেতৃত্বদের আর অভিমত এখন থেকে সংগঠনকে পরিপূর্ণভাবে গড়ে না তুলতে পারলে পঞ্চায়েত নির্বাচন আসছে সেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মত বামপন্থী দলীয় কর্মী সমর্থকরা সমস্যার মধ্যে পড়বে, সম্মেলনে কেন্দ্রীয় সরকারের জনস্বার্থ বিরোধী নীতির সঙ্গে রাজ্য সরকারের শিক্ষানীতির সমালোচনা করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যস্তরের নেতা প্রাক্তন বিধায়ক তারাপদ চক্রবর্তী, জেলা স্তরের বিশ্বনাথ সিনহা, সুকুমার বন্দ্যোপাধ্যায়, অশ্বিনী সিনহা , সফিউদ্দিন খাঁন প্রমুখ নেতৃত্ব।