বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট মানেই ফুলের বাহার। যে ফুলের জন্য কোলাঘাটের নাম রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশ-বিদেশে বিস্তার লাভ ঘটেছে। রকমারি ফুলের সম্ভার নিয়ে কোলাঘাটের রূপনারায়ণের পাড়ে শুরু হয…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট মানেই ফুলের বাহার। যে ফুলের জন্য কোলাঘাটের নাম রাজ্যের সীমানা ছাড়িয়ে দেশ-বিদেশে বিস্তার লাভ ঘটেছে। রকমারি ফুলের সম্ভার নিয়ে কোলাঘাটের রূপনারায়ণের পাড়ে শুরু হয়েছে বাহারি ফুলের মেলা। প্রথম দিন নববর্ষের সন্ধ্যায় উপচে পড়া ভীড় নজর কেড়েছে সবার। স্থানীয় পুষ্প প্রেমিকদের থেকে সংগ্রহ করা প্রায় ৫০০ টি টবে প্রদর্শিত হয়েছে এই পুষ্প প্রদর্শনী। গাঁদা, ইনকা, রকমারি চন্দ্রমল্লিকা, গোলাপ, ডালিয়া, পিটোনিয়া ক্যালেন্ডুলা সহ বহু বর্ণের ফুল পাপড়ি মিলে তাদের রুপের ছটা প্রস্ফুটিত । শীতের এই অতিথিদের বর্ণে রূপের টানে গৌরাঙ্গ ঘাটে ভিড় জমিয়েছে দূর দূরান্তের মানুষ। আয়োজক সংস্থা সংকেতের পক্ষে বিশ্বনাথ দাস জানিয়েছেন কোলাঘাটের ফুল চাষী এবং পুষ্প প্রেমীদের সম্মান জানাতে প্রতিবছরই এর আয়োজন করা হয়। গত দু'বছর করোনা থাকার কিছুটা বিচ্যুতি দেখা দিলেও এবারে নতুন রূপে সজ্জিত হয়েছে এই মেলা। দর্শকদের মধ্য থেকে গৃহবধূ সুচিস্মিতা সামন্ত বলেন শীতে রূপনারায়ণের নিথর বিশাল জলরাশি আর এই নৈসর্গিক শোভার মাঝে উপভোগ্যের বিষয় হয়ে উঠেছে এই মেলা। শীতের আমেজ, চড়ুইভাতি, নতুন বছর আর এই ফুলের মেলা সব মিলিয়ে বছরের শুরুতেই জমজমাট ব্যস্ততম কোলাঘাট।