নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর,ঝাড়গ্রাম......আবারও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ আমরকার ভাষা আমারকার গর্ব-এর "টিম দিল্লি"র সদস্যরা।দিল্লির সুবর্ণ রৈখিক পর…
নিজস্ব সংবাদদাতা,গোপীবল্লভপুর,ঝাড়গ্রাম......আবারও অসহায় মানুষের পাশে দাঁড়াতে এগিয়ে এলো সুবর্ণ রৈখিক ভাষা ও সংস্কৃতি চর্চা বিষয়ক ফেসবুক গ্রুপ আমরকার ভাষা আমারকার গর্ব-এর "টিম দিল্লি"র সদস্যরা।দিল্লির সুবর্ণ রৈখিক পরিবারের সদস্য প্রবীর দন্ডপাটের জন্মদিন ছিল দিন কয়েক আগে। প্রবীরবাবু এবং তাঁর দাদা সমীর দন্ডপাটের ইচ্ছে ছিল জন্মদিন উপলক্ষ্যে সুবর্ণ রৈখিক পরিবারের মাধ্যমে কিছু একটা মানবিক কর্মসূচি গ্রহণ করার। এই ইচ্ছের কথা জানিয়ে দিল্লির সুবর্ণ রৈখিক পরিবারের পক্ষে সমীর দন্ডপাট ও রণজিৎ পড়িহারী যোগাযোগ করেন গ্রূপের অন্যতম পরিচালক বিশ্বজিৎ পাল সহ অন্যান্যদের সাথে।সেই মতো পরিকল্পনা করে দিল্লির সুবর্ণ রৈখিক পরিবারের সহযোগিতায় এবং গ্রুপের ব্যবস্থাপনায় ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর-১ ব্লকের ভোলা বেলদুয়ারের বাসিন্দা বছর ৩৭ এর বিশেষ চাহিদা সম্পন্ন যুবক শীতল দন্ডপাটের হাতে একটি ট্রাইসাইকেল তুলে দেওয়া হলো। এদিনের কর্মসূচিতে গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মণিময় সাউ, অনিমেষ সিংহ,তন্ময় বক্সী,শান্তিদেব দে, নরসিংহ পৈড়া,পবন খামরি,অজিত সুঁই,রাজীব পট্টনায়েক, অমরজিৎ দে সহ অন্যান্যরা। সাইকেল পেয়ে খুশি শীতল বাবু। এই কাজটি সুষ্ঠু ভাবে রূপায়িত হওয়ায় জন্য গ্রুপের পরিচালকদের পক্ষে বিশ্বজিৎ পাল ও সুদীপ কুমার খাঁড়া সুবর্ণ রৈখিক পরিবারের "টীম দিল্লি" ও "টীম গোপীবল্লভপূর'" এর সদস্যদের সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছেন।