বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের টোপা ড্রেনেজ খালের উপর বরদাবাড়ে পিএইচ ই দপ্তরের জলের পাইপ নিয়ে লাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির সমাধানের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে সেচ দপ্তরের এ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটের টোপা ড্রেনেজ খালের উপর বরদাবাড়ে পিএইচ ই দপ্তরের জলের পাইপ নিয়ে লাইন নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতির সমাধানের লক্ষ্যে মঙ্গলবার বিকেলে সেচ দপ্তরের এসডিও এবং পিএইচডি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ওই স্থান পরিদর্শনে আসেন। সেচ দপ্তরের পাঁশকুড়া দুই সাব ডিভিশনের এসডিও পরামর্শ মত পিআইডি দপ্তর খালের জলস্রোতের উপরে তৈরি করা ওই কাঠামোটি দু ফুট উঁচু করে পুনরায় তৈরি করা নির্দেশ দেন সংশ্লিষ্ট আধিকারিক ঠিকাদার এজেন্সিকে। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সেচ দপ্তরের এসডিও অভিনব মজুমদার, পিএইচডি দপ্তরের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সৈকত যশ, কৃষক সংগ্রাম পরিষদের সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক প্রমূখ। উল্লেখ করা যায় পাঁশকুড়া ও কোলাঘাট ব্লকের প্রায় ৩০ থেকে ৩৫ টি গ্রামের জল নিকাশি হয় এই খাল দিয়ে। বর্ষার সময় ওই কাঠামোতে সমস্ত রকম জঞ্জাল আটকে জল নিকাশিতে অসুবিধা হবে এই পরিপ্রেক্ষিতে কৃষক সংগ্রাম পরিষদের পক্ষ থেকে জানানো হয়েছিল। সেচ দপ্তর পিএইচডি দপ্তরকে ওখানে কাজ বন্ধের নির্দেশ দেয়। পি এইচ ই দপ্তর হঠাৎ করে ওই কাঠামোর উপর জলের পাইপ লাইন বিছিয়ে দেয়। পুনরায় অভিযোগ জানালে আধিকারিকরা ওই স্থানে পরিদর্শনে আসে।পরিদর্শনে এসে সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়ে যান।