Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তিন পরিযায়ী শ্রমিকের মৃতদেহ এম্বুলেন্সে রেখে জাতীয় সড়ক অবরোধ সিদ্ধার জিঁয়াদা বাজারে

বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাটকোলাঘাট ব্লকের সিদ্ধা ১ গ্রাম পঞ্চায়েতের তিন পরিযায়ী শ্রমিকের অরুণাচল প্রদেশের আমিনী থানা এলাকায় মর্মান্তিক মৃত্যুর বিষয়ে উপযুক্ত তদন্ত, মৃতদেহ গুলি আনার যাবতীয় খরচ ও সৎকারের বন্দোবস্ত, এব…



বাবলু বন্দোপাধ্যায়। কোলাঘাট

কোলাঘাট ব্লকের সিদ্ধা ১ গ্রাম পঞ্চায়েতের তিন পরিযায়ী শ্রমিকের অরুণাচল প্রদেশের আমিনী থানা এলাকায় মর্মান্তিক মৃত্যুর বিষয়ে উপযুক্ত তদন্ত, মৃতদেহ গুলি আনার যাবতীয় খরচ ও সৎকারের বন্দোবস্ত, এবং প্রতি পরিবারকে অত্যন্ত কা এককালীন সাহায্য প্রদানের দাবি জানিয়ে মরদেহের এম্বুলেন্স সড়কের উপর দাঁড় করিয়ে রবিবার বিকেল তিনটে থেকে চারটে পর্যন্ত কোলাঘাট ব্লকের সিদ্ধার কাছে জিঁয়াদা বাজারে পথ অবরোধ করে স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে ওসি সহ তমলুকের এসডিপিও বিশাল পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত হন। এসডিপিও আন্দোলনকারীদের দাবি ঊর্ধন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করার লিখিত প্রতিশ্রুতি দিলে অবরোধ প্রত্যাহিত হয়। উল্লেখ করা যায় গতকাল সারা ভারত পরিযায়ী শ্রমিক সমিতির কোলাঘাট ব্লক শাখার পক্ষ থেকে জেলা শাসক কে চিঠি দিয়ে দাবি গুলি জানানো হয়েছিল। দাবিগুলি পূরণ না হলে পরিযায়ী শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের প্রস্তুতি নেওয়া হবে বলে জানানো হয়েছে।