বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাটজাতীয় সড়কে দুর্ঘটনা নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে। ছোটখাটো থেকে ভয়াবহ দুর্ঘটনা লেগেই রয়েছে। রবিবার বেলা বেলা আড়াইটা নাগাদ কোলাঘাটের দেউলিয়া বাজারের জাতীয় সড়কে একসঙ্গে চারটি গাড়ি দুর্ঘটনা…
বাবলু বন্দ্যোপাধ্যায় কোলাঘাট
জাতীয় সড়কে দুর্ঘটনা নিত্য দিনের সঙ্গী হয়ে উঠেছে। ছোটখাটো থেকে ভয়াবহ দুর্ঘটনা লেগেই রয়েছে। রবিবার বেলা বেলা আড়াইটা নাগাদ কোলাঘাটের দেউলিয়া বাজারের জাতীয় সড়কে একসঙ্গে চারটি গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে ঘটনাস্থলে একজনের মৃত্যু এবং চারজনকে মারাত্মক জখম অবস্থায় চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। এলাকাবাসীর দাবি এই দুর্ঘটনার একমাত্র কারণ দেউলিয়া বাজারের দীর্ঘদিনের দাবি ওভার ব্রিজ না হওয়ার জন্য। যে ব্যক্তি মারা গেছেন তার পরিচয় জানা যায়নি তবে তিনি ছোট চার চাকার গাড়ির চালক। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী এসে তদারকির কাজ শুরু করে। কোলাঘাট পুলিশ ও স্থানীয় সূত্রের খবর গাড়িগুলি মেদিনীপুরের দিকে যাচ্ছিল। ট্রাফিক সিগন্যাল থাকার একটি গাড়ি দাঁড়িয়ে ছিল প্রথমে পিছনে একটি গাড়ি এসে ধাক্কা মারে , পিছন দিক থেকে পরপর গাড়িগুলি এসে ধাক্কা মারায় ছোট গাড়ি গুলি চিড়ে চাপটার মত হয়ে যায়। শেষ ছচাকা গাড়ির গতিবেগ এতটাই ছিল গাড়িটি আরেকটি গাড়ির উপর উঠে যায়। কোলাঘাট থানার পুলিশ ক্রেন নিয়ে এসে গাড়ি গুলিকে সরিয়ে নিয়ে যায় থানায়। জাতীয় সড়ক প্রায় ঘন্টাখানেক অবরুদ্ধ হওয়ায় থাকার পর পুলিশের সহযোগিতায় যান চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে আসে।