Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

উদ্ভোধন হলো ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার

দেবাঞ্জন দাস,৩১ জানুয়ারি: বই প্রেমীরা বছরভর যে কারণে অপেক্ষা করে থাকেন তা হলো বইমেলা। তাদের জন্য সুখবর, ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হলো সোমবার ৩০ জানুয়ারি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মেলার শুভারো…


দেবাঞ্জন দাস,৩১ জানুয়ারি: বই প্রেমীরা বছরভর যে কারণে অপেক্ষা করে থাকেন তা হলো বইমেলা। তাদের জন্য সুখবর, ৪৬ তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার উদ্বোধন হলো সোমবার ৩০ জানুয়ারি। 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মেলার শুভারোম্ভ হয়। 


উদ্বোধনী মঞ্চ থেকে মঞ্চে উপস্থিত সকল মন্ত্রীকে বইমেলা সমস্যামুক্তভাবে যেন হয় সেদিকে নজর দিতে বলেছেন মুখ্যমন্ত্রী ।

আগামীদিনে দিল্লিতে রাজ্যের সকল জেলাকে নিয়ে বইমেলার করার কথা জানিয়েছেন তিনি।শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে সম্মান জানান মুখ্যমন্ত্রী। তরুণ প্রজন্মকে বই মেলা ঘুরে দেখার পরামর্শ দেন মুখ্যমন্ত্রী। 


এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রীর লেখা ১২৮টি বই প্রকাশিত হয়েছে। এই বছর বইমেলায় তাঁর লেখা আরও ৬টি বই প্রকাশ পেতে চলেছে। এছাড়াও ৪-৫ টি বইয়ের কাজ চলছে।

এই বছর বইমেলায় মুখ্যমন্ত্রীর যে যে বইগুলি প্রকাশিত হয়েছে-

আমাদের সংবিধান ও কিছু কথা, দুয়ারে সরকার আপনার আমার, স্যালুট (English) , লহ প্রণাম মহীয়সী ছড়ায় ছড়ায় ২, আমাদের দুর্গোৎসব, কবিতাবিতান ( English)।