Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ১৩ টি ব্লকের স্থায়ী বন্যা নিয়ন্ত্রণের জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের রুপায়ন এখন দিন গুনছে

বাবলু বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়াআসন্ন কেন্দ্রীয় রাজ্য বাজেটে বহু প্রতীক্ষিত মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দ করে আগামী বর্ষের পূর্বে কাজ শুরুর দাবি উঠতে শুরু করল। ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত সম্পন্ন হওয়ার জন্য শনিব…



বাবলু বন্দ্যোপাধ্যায়। পাঁশকুড়া

আসন্ন কেন্দ্রীয় রাজ্য বাজেটে বহু প্রতীক্ষিত মাস্টার ঘাটাল মাস্টার প্ল্যানে অর্থ বরাদ্দ করে আগামী বর্ষের পূর্বে কাজ শুরুর দাবি উঠতে শুরু করল। ঘাটাল মাস্টার প্ল্যান দ্রুত সম্পন্ন হওয়ার জন্য শনিবার পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার রাধাবণ বোড প্রাইমারি স্কুলে সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন কমিটির যুগ্ম সম্পাদক নারায়ণ চন্দ্র নায়ক, ব্লক কমিটির স্বপন বেরা প্রমুখ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলার ১৩ টি ব্লকের বন্যা নিয়ন্ত্রণে প্রায় ১৬৫০ বর্গ কিমি এলাকায় আনুমানিক ২০ লক্ষ মানুষকে বাৎসরিক বন্যার হাত থেকে রেহাই দিতে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান। ১৯৮২ সালে তৎকালীন রাজ্য সেচ মন্ত্রী ভিত্তিপ্রস্থ স্থাপন করলেও মাস্টার প্ল্যান এর কোন কাজ দীর্ঘদিন না হওয়ায় ২০০১ সালে ঘাটাল মহকুমা বাসি আন্দোলন গড়ে তুলে নতুন করে মাস্টারপ্ল্যান মূল্যায়ন করে। ১৭১৪ কোটি টাকার ওই সংশোধিত প্রকল্পের প্রথম ধাপে কাজ হওয়ার কথা ১২১৪ কোটি ৯২ লক্ষ টাকার। আশ্চর্যের বিষয় ২০১৫ সালে গঙ্গা বন্যা নিয়ন্ত্রণ কমিশন ও কেন্দ্রীয় সরকারের জল সম্পদ দপ্তরের ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটির ছাড়পত্র পেয়েছে। আসন্ন কেন্দ্রীয় রাজ্য বাজেটে অর্থমঞ্জুর করে আগামী বর্ষের পূর্বেই কাজ শুরুর দাবিতে আন্দোলনকে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে পৌঁছে দিতে ইতিমধ্যে এলাকার মানুষজন তৈরি হচ্ছে। মানুষজনের অভিমত আন্দোলনের পথ ছাড়া কাজ সম্পন্ন হবে না।