হাম ও রুবেলা টিকাকরণ অভিযান শুরু হলো সারা রাজ্যে। ৯ই জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত এই টিকাকরণ অভিযান চলবে। নয় মাস বয়সের শিশু থেকে পনেরো বছর বয়সের কিশোর কিশোরীদের এই টিকাকরণ অভিযান চলবে।
পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়ে…
হাম ও রুবেলা টিকাকরণ অভিযান শুরু হলো সারা রাজ্যে। ৯ই জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত এই টিকাকরণ অভিযান চলবে। নয় মাস বয়সের শিশু থেকে পনেরো বছর বয়সের কিশোর কিশোরীদের এই টিকাকরণ অভিযান চলবে।
পূর্ব মেদিনীপুর জেলায় শুরু হয়েছে এই টিকা করণ অভিযান। তমলুক রত্নালী আদর্শ বালিকা বিদ্যালয় এ রুবেলা ও হামের টিকাকরণ কর্মসূচি শুরু হয়েছে। উপস্থিত রয়েছেন অতিরিক্ত জেলাশাসক স্বেতা আগরওয়াল, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক বিভাগ রায়, তমলুকের মহকুমা শাসক বুদ্ধদেব পান, তাম্রলিপ্ত পৌরসভার চেয়ারম্যান দীপেন্দ্র নারায়ণ রায় সহ প্রশাসনিক আধিকারিকরা।
সারাদেশে হাম ও রুবেলার আক্রান্ত যত রোগী আছে তার ৪০ থেকে ৫০ শতাংশ রোগী পশ্চিমবঙ্গের যা উদ্বেগ জনক। এই দুইটি রোগের জন্য একটি টিকাকরন কর্মসূচি শুরু হলো পশ্চিমবঙ্গে। পূর্ব মেদিনীপুর জেলায় মোট ১২ লক্ষ ৩৬ হাজার ৬৮২ জনকে এই টিকা দেওয়া হবে। ভ্যাকসিন দেওয়া হবে অটো ডিজেবলড সিরিঞ্জির মাধ্যমে অর্থাৎ একজনের ক্ষেত্রেই একটি সিরিজ ব্যবহার হবে। স্কুলে স্কুলে শুরু টিকাকরণ কর্মসূচি।
এছাড়াও আদিবাসী এলাকা এবং ইটভাটা এলাকার ছেলে মেয়েদের। এলাকায় এলাকায় শিবির করে চলবে টিকাকরণ কর্মসূচি। স্কুলের প্রধান শিক্ষকের পাশাপাশি অন্য শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে যোগাযোগ রেখে এই কর্মসূচি সফল করতে হবে। বেসরকারি স্কুলগুলিকে পেরেন্ট-টিচার মিটিংয়ে করে এই কর্মসূচি সফল করার কথা বলা হয়েছে। সে জন্যেই এই স্পেশাল ড্রাইভ।' যাতে প্রতিটি ছেলে মেয়েকে এই টিকার দেওয়া যায় তার জন্য ঝাঁপিয়ে পড়েছে রাজ্য, জেলা ও ব্লক প্রশাসনের কর্তাব্যক্তিরা। পূর্ব মেদিনীপুর জেলায় ১০০ শতাংশ টিকাকরণ কর্মসূচি লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে।