Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সরস্বত উৎসবে মাতোহারা শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক গ্রাম।

বাবলু বন্দোপাধ্যায়। তমলুকশহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক নিউ নবীন সংঘের উদ্যোগে চলতে থাকা বেশ কয়েকদিনের সারস্বত উৎসবের শেষ দিন সোমবার এলাকার বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক সরস্বতী প্রতিমার প্রদর্শনী হয়ে গেল। উৎসবের উদ্বোধন…

 


বাবলু বন্দোপাধ্যায়। তমলুক

শহীদ মাতঙ্গিনী ব্লকের বল্লুক নিউ নবীন সংঘের উদ্যোগে চলতে থাকা বেশ কয়েকদিনের সারস্বত উৎসবের শেষ দিন সোমবার এলাকার বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক সরস্বতী প্রতিমার প্রদর্শনী হয়ে গেল। উৎসবের উদ্বোধন করেন কলকাতা রাজারহাট রামকৃষ্ণ মঠ ও মিশনের ভাইস প্রেসিডেন্ট স্বামী আত্মব্রতানন্দ, উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাব্রতি সুকুমার মাইতি, বিদ্যুৎ কুমার সাহু, স্বাতী কর মাইতি, সংস্থার সম্পাদক সন্দীপ জানা, সভাপতি হরনাথ রানা। বিভিন্ন দিনে বিভিন্ন সমাজ সমস্কার মূলক কাজের কর্মসূচি নিতে দেখা যায়। সেরা প্রতিমা ও মৃৎশিল্পী কে সম্মানিত করা হয়। উল্লেখ করা যায় এই উৎসব পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সেরা উৎসব। প্রতিমা প্রদর্শনী দেখতে দূর দূরান্তের মানুষজন উপস্থিত হয়েছিল।