কয়লা বোঝাই লরির ধাক্কায় ময়নার বাকচা অঞ্চলের মির্জানগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের, প্রতিবাদে ঘাতক লরিতে আগুন লাগিয়ে দিলো উত্তেজিত জনতা। আটক ঘাতক লরির চালক ও খালাসি। পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা অঞ্চলের ম…
কয়লা বোঝাই লরির ধাক্কায় ময়নার বাকচা অঞ্চলের মির্জানগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের, প্রতিবাদে ঘাতক লরিতে আগুন লাগিয়ে দিলো উত্তেজিত জনতা। আটক ঘাতক লরির চালক ও খালাসি।
পূর্ব মেদিনীপুর জেলার ময়না ব্লকের বাকচা অঞ্চলের মির্জানগরে পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক স্কুল ছাত্রের । জানা গেছে ছাত্রটি মির্জানগর হাই স্কুলের ষষ্ঠ শ্রেণীতে পড়ে । ছাত্রটির নাম জয়দেব মন্ডল । পিতার নাম বিশ্বজিৎ মন্ডল বাড়ি আড়ং কিয়ারানা এলাকায় |আজ সকাল সাড়ে দশটা নাগাদ মির্জানগর হাই স্কুলের সামনে একটি কয়লা বোঝায় ট্রাক ছাত্রটিকে চাপা দেয় | ঘটনাস্থলেই ছাত্রটির মৃত্যু হয় | উত্তেজিত জনতা লরিটিতে আগুন লাগিয়ে দেয় | ময়না থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন | দুপুর বারোটা নাগাদ দমকল বাহিনী এসে আগুন নিয়ন্ত্রণে আনেন|