কবিতাঃ-বিবাদকলমেঃ-পূর্ণ দেতারিখঃ-17/12/22
অযথা করো বিবাদ জমিতে করো আবাদ শান্ত হবে অশান্ত মন কেটে যাবে সমস্ত গ্রহণ, দু-দিনের এই খেলাঘর মাটি হবে সবকিছু তারপর...
সবাই তো পাড়া প্রতিবেশীশুষ্ক করবে কার মুখের হাসি?আজ আছি চোখ মেলে......কা…
কবিতাঃ-বিবাদ
কলমেঃ-পূর্ণ দে
তারিখঃ-17/12/22
অযথা করো বিবাদ
জমিতে করো আবাদ
শান্ত হবে অশান্ত মন
কেটে যাবে সমস্ত গ্রহণ,
দু-দিনের এই খেলাঘর
মাটি হবে সবকিছু তারপর...
সবাই তো পাড়া প্রতিবেশী
শুষ্ক করবে কার মুখের হাসি?
আজ আছি চোখ মেলে......
কাল সব ছেড়ে যেতে হবে চলে,
থাকবে পড়ে কিছু শুভ মুহূর্ত
মিথ্যে শুধুই এই তর্ক বিতর্ক
যারা ভালো নয়,চায় মন্দ
মানুষে মানুষে লাগায় দ্বন্দ্ব
আমরা তো কেউ নয় অন্ধ
ভাঙবো কেন সামাজিক সম্বন্ধ?