Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টির সাহিত্য যাপনশিরোনাম_দন্ত যাবে খুলেপবন কুমার সাহা২০/১২/২০২২
গোপাল দাদুর গল্প শুনলেনাচবে হেলে দুলেকখনো বা হাসির ঠেলায়দন্ত যাবে খুলে।
গোপাল দাদুর টাক দেখলেআয়না যাবে ভুলেএমন চাঁদের হাঁটে তে থাকলেদুঃখ রবেনা কুলে।
এমন করেই গোপাল…

 


সৃষ্টির সাহিত্য যাপন

শিরোনাম_দন্ত যাবে খুলে

পবন কুমার সাহা

২০/১২/২০২২


গোপাল দাদুর গল্প শুনলে

নাচবে হেলে দুলে

কখনো বা হাসির ঠেলায়

দন্ত যাবে খুলে।


গোপাল দাদুর টাক দেখলে

আয়না যাবে ভুলে

এমন চাঁদের হাঁটে তে থাকলে

দুঃখ রবেনা কুলে।


এমন করেই গোপাল দাদুর

রোজের কাটে দিন

ভোরের আলোয় উঠোনে মাদুর

দিনের থাকে ঋণ।


গোপাল দাদুর দেখছি মাথায় 

টাকের মধ্যে ফোড়া

নাতনি এসেই তবলা থাপায়

চিৎকার করে থোরা।


ঐ গোপাল দাদু কান্নায় এবার

নাতনি ভয়ে কাবু

গোপাল দাদু সে ভ্যাংচায় আবার

খাবেনা বলে সাবু।


‌গোপাল দাদুর নাম এ বাড়িটা 

টাকের জন্য চেনা

গল্পের হাঁড়ি টা ফাটাতে লাঠিটা

নাতির হাতে কেনা।