Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনসৃজনকৃষ্ণা গুহ
সৃজনের স্বাদই যেন অমৃত সমান!!তাতেই আসে আত্মার সন্তুষ্টি!সুন্দর মনোরম ভাবনা গুলো যখন প্রকাশ পায়---চিদাকাশ আনন্দে আবেগে মেতে ওঠে।
অনন্ত ধারায় অমৃত মাখে,উদ্ভাসিত হয় মন।
ছোট ছোট সুখ স্মৃতিরা আবেগের জোয়া…

 


সৃষ্টি সাহিত্য যাপন

সৃজন

কৃষ্ণা গুহ


সৃজনের স্বাদই যেন অমৃত সমান!!

তাতেই আসে আত্মার সন্তুষ্টি!

সুন্দর মনোরম ভাবনা গুলো যখন প্রকাশ পায়---

চিদাকাশ আনন্দে আবেগে মেতে ওঠে।


অনন্ত ধারায় অমৃত মাখে,

উদ্ভাসিত হয় মন।


ছোট ছোট সুখ স্মৃতিরা আবেগের জোয়ারে ভাসে

খোলা জানালার আহ্লাদি রোদ লেপ্টে থাকে গায়ে!!


জীবনের ছন্দে ভাঙা মন সাজে অনাবিল আনন্দে।