Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।বিভাগ - গদ্য কবিতা।কবিতা - নৃশংসতা।কবি-অরিজিতা ঘোষ।তারিখ - ২১.১২.২০২২.
নৃসিংহতা আর নৃসিংহতা।যেদিকে তাকাই সেদিকেই দেখি রক্তে ভেজা পথ,ধর্মের নামে,হিংসার আড়ালে চলে গুলির আতোশবাজি।নিরীহ প্রানের বলির ওপর স্থাপিত হয…

 


সৃষ্টি সাহিত্য যাপন।

বিভাগ - গদ্য কবিতা।

কবিতা - নৃশংসতা।

কবি-অরিজিতা ঘোষ।

তারিখ - ২১.১২.২০২২.


নৃসিংহতা আর নৃসিংহতা।

যেদিকে তাকাই সেদিকেই দেখি রক্তে ভেজা পথ,

ধর্মের নামে,হিংসার আড়ালে চলে গুলির আতোশবাজি।

নিরীহ প্রানের বলির ওপর স্থাপিত হয় জয়ধ্বনীর পতাকা।।

রক্ত সে কি জানে সে হিন্দু না মুসলমান, খ্রীষ্টান না জৈন্য।

সে তো সবারই ধমনীতে বয়ে চলা লাল রক্ত কনিকা।

মে হাতগুলি আজ রক্তের রঙে রাঙা,প্রশ্ন জাগে কি তাদের মনে,

তারা ও কেউ হয় পুত্র, কেউ বা হয় বাবা,মা।

কি হবে নিজেদের কে রক্তে রাঙিয়ে, নিজেদের কে প্রিয়জনহীন করে।।

বৈষম্যের বিচারে নাই বা গড়লাম বিভেদের প্রাচীর,

নাই বা হোলাম স্বার্থান্বেষী মানুষের হাতের পুতুল।

আমরা ও পারি গড়তে মৈত্রীর প্রাচীর,

যে প্রাচীরে থাকবে না কোনো রক্তের ছাপ,

থাকবে শুধুই সর্ব ধর্ম মিলন।

----------------*----------------