Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ -- পদ্যকবিতাশিরোনাম -- হাটেলেখা  --অরুণাভ চক্রবর্তী তা.২১.১২.২০২২.
হাটবারে হাট বসেছে হটুহঞ্জে বলি সোমবারএনেছে নানারকম জিনিসের কতো বাহার,সবজি মশলাপাতি চাল ডাল জামা কাপড়হাট প্রয়োজনীয় সকল কিছু পাবার আকর।
হাটে…


 সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ -- পদ্যকবিতা

শিরোনাম -- হাটে

লেখা  --অরুণাভ চক্রবর্তী 

তা.২১.১২.২০২২.


হাটবারে হাট বসেছে হটুহঞ্জে বলি সোমবার

এনেছে নানারকম জিনিসের কতো বাহার,

সবজি মশলাপাতি চাল ডাল জামা কাপড়

হাট প্রয়োজনীয় সকল কিছু পাবার আকর।


হাটে হয় কেনাবেচা হাটে ফেরে সুখদুখ

হাঁটাহাঁটি হয় হাটে লাগে কড়া রোদ্দুর,

হাটে দেখা হাটে প্রেম হাটে হাঁড়ি ভাঙলো

লোক করে কানাকানি সবাই তো জানলো।


ছুঁতো করে হাটে যায় বাগ্দীর মেয়ে আশা

বামুনের ছেলে রবীনের গভীর ভালোবাসা,

দুই গ্রামের দুজনের মিলনস্থল যে এই হাট

ওরা দুজনে ও গ্রামবাসী মানেনা জাতপাত।


এরকম মানসিকতা জানিনা কোনখানে আছে

আমি হাটে এসে এই কাহিনী শুনি লোক মুখে,

এখনো বসে হাট গাঁয়েগঞ্জে নদী পাড়ে ওদের 

মতো নরনারী আসে কিগো হাটে প্রেম সুখে !