#সৃষ্টি_সাহিত্য_যাপন ********************* একটি বাংলা তিথির অপমৃত্যু """""""""""""""" ধ্রুবজ্যোতি ঘোষ ৮ই ফাল্গুন, ১৪২৯ (২১শে…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
*********************
একটি বাংলা তিথির
অপমৃত্যু
""""""""""""""""
ধ্রুবজ্যোতি ঘোষ
৮ই ফাল্গুন, ১৪২৯
(২১শে ফেব্রুয়ারি,
২০২৩)
*********************
সেদিন ছিল বাংলাভাষার রক্তঝরা দিন,
সেদিন ছিল বাংলা ভাষার জয়ের দিন!
সেদিন ছিল আটুই ফাল্গুন, তেরশো আটান্ন!
সেদিন ছিল একুশে ফেব্রুয়ারি, উনিশশো বাহান্ন!
সেদিন হয়েছিল শহিদ পুলিশের গুলিতে
রফিক জব্বার আরো কত তাজা প্রাণ একসাথে।
আর দিয়েছিল প্রাণ সবার অগোচরে আটুই ফাল্গুন!
কেউ তাকে মনে রাখেনি
পুরোনো কি নতুন।
বেঁচে ফিরেছে বাঙালির হৃদয়ে "একুশে ফেব্রুয়ারি"!
তাকে কি আমরা জীবনে মরণে কখনো ভুলতে পারি?