Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

"২১শে ফেব্রুয়ারী "- কৌশিক গাঙ্গুলি ।   একুশে মানে পদ্মা গঙ্গার পবিত্র অবগাহন   একুশ মানে বাংলা ভাষার বিজয় উদযাপন ।   একুশ মানে বাংলাদেশের উজ্জ্বল শাহবাগ ,   একুশ মানে ভুলে যাওয়া দুই বাংলার ভাগ ।   মলিন কুয়াশা মাখা আজ আম…

 


"২১শে ফেব্রুয়ারী "- কৌশিক গাঙ্গুলি ।   একুশে মানে পদ্মা গঙ্গার পবিত্র অবগাহন   একুশ মানে বাংলা ভাষার বিজয় উদযাপন ।   একুশ মানে বাংলাদেশের উজ্জ্বল শাহবাগ ,   একুশ মানে ভুলে যাওয়া দুই বাংলার ভাগ ।   মলিন কুয়াশা মাখা আজ আমার এই জন্মভূমি   মাযে আমার দুখিনী বর্ণমালা চরণ তোমার চুমি ।   আমার জীবনে শঙ্খধ্বনি , তোমার ভোরের আজান    তোমার প্রিয় রবিঠাকুর , আমার বাউলগান ।   লাঠি চলেছে , চলেছে অনেক গুলি -   তবেই পেয়েছি মুখের ভাষা , কিকরে তা ভুলি ।   শহিদ হয়েছিল আমার ভাই , তোমার দাদামনি    পলাশ ফুলেতে ঢেকেছিলো পথ , হৃদয় সন্ধানী ।   আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারী   আমরা কি ভুলতে পারি ?   আমারা মাতৃভাষার জয়ধ্বনি করি ।