সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম : আমার গর্বকলমে: প্রণব মাহাততারিখ: ২১/০২/২০২৩
এপার ওপার মাঝে কাঁটাতার ভেদাভেদ নাই মনে। ঐক্য মোদের ভাষার শিকলে বাঁধন হৃদয় টানে।। মাতৃভাষার যাদুর পরশে অন্তরে জাগে গান। একুশের ভাষা দিবসের ক্ষণে বিচলিত হয় …
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম : আমার গর্ব
কলমে: প্রণব মাহাত
তারিখ: ২১/০২/২০২৩
এপার ওপার মাঝে কাঁটাতার ভেদাভেদ নাই মনে।
ঐক্য মোদের ভাষার শিকলে বাঁধন হৃদয় টানে।।
মাতৃভাষার যাদুর পরশে অন্তরে জাগে গান।
একুশের ভাষা দিবসের ক্ষণে বিচলিত হয় প্রাণ।।
আমরা বাঙালি অন্তরে মানি বাংলা মোদের ভাষা।
রক্তে ভাসলো রাজপথ সেদিন বাঁচাতে মোদের আশা।।
নাই নাই ভুলি ভুলবো না কভু তাঁহাদের বলিদান।
মাতৃভাষার করিতে রক্ষা হারায়েছে যারা প্রাণ।।
হৃদয় কাননে তুমি রাঙা ফুল মুখের প্রথম ভাষা।
মায়ের বুকের অমৃত সম মনেতে জাগায় নেশা।।
জল জঙ্গল পাহাড় নদীতে তোমাকেই খুঁজে মরি।
তোমার গলায় পরাতে মানিক কাঁচা হাতে পেন ধরি।।
গরবে আমার বুক ফেটে যায় আমার ভাষার তরে।
এমন মধুর ভাষার যাদু পাবে না কোথাও চরাচরে।।
___________________