সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম:-স্মরণীয় একুশে ফেব্রুয়ারিকলমে-শিবানী সাহাতারিখ:-২১/০২/২০২৩
বাংলা আমার মায়ের ভাষাবাংলা আমার প্রাণ,বাংলায় বলি মনের কথাবাংলায় গাই গান।
বাংলায় কাঁদি, বাংলায় হাসিবাংলায় গাই জয় গান,নতমস্তকে শ্রদ্ধা জান…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম:-স্মরণীয় একুশে ফেব্রুয়ারি
কলমে-শিবানী সাহা
তারিখ:-২১/০২/২০২৩
বাংলা আমার মায়ের ভাষা
বাংলা আমার প্রাণ,
বাংলায় বলি মনের কথা
বাংলায় গাই গান।
বাংলায় কাঁদি, বাংলায় হাসি
বাংলায় গাই জয় গান,
নতমস্তকে শ্রদ্ধা জানাই
ভাষার অধিকারের দাবিতে যারা,
হাসিমুখে দিয়েছিল প্রাণ।
কত মায়ের কোল শূন্য হয়েছিলো
কত বোন হারিয়েছিলো তাদের ভাই,
জানা-অজানা কত তরুণ প্রাণ
ইতিহাসে যাদের উল্লেখ নাই।
রফিক, জব্বার, শফিউল, বরকত
প্রতিবাদী যত মায়ের সন্তান,
রক্তে ভেজা মাতৃভূমি আজ ও কাঁদে
প্রাণের বিনিময়ে অর্জিত ভাষার মান।
বীর সন্তানদের ঝড়ানো তাজা রক্তে
ভেসেছিলো বাংলা মায়ের বুক,
আজ সেই মধুর ভাষার সুরে
অন্তরে পাই অনাবিল সুখ।
বাংলাকে বুকে করে বাঁচতে চাই
বাংলাতে গাইতে চাই শেষ গান,
বাংলাতেই জীবন মরণ চিরস্মরণীয়
রেখে যেতে চাই তার অবদান।