Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনগদ্য কবিতামন-ধরাধরি গৌ ত ম  ত র ফ দা র ফেব্রুয়ারি '২০, ২০২৩
পলকহীন চাউনি,চোখের সামনে ঝড়ো আবেগের চমক।শুরুতে অবুঝ অভিযোগের তর্জন-গর্জন, শেষে দু'চোখে প্রবল বর্ষণ।
আলস্যহীন যন্ত্রণা,প্রতিবাদ ভাসে মিনমিনে বাতা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

গদ্য কবিতা

মন-ধরাধরি 

গৌ ত ম  ত র ফ দা র 

ফেব্রুয়ারি '২০, ২০২৩


পলকহীন চাউনি,

চোখের সামনে ঝড়ো আবেগের চমক।

শুরুতে অবুঝ অভিযোগের তর্জন-গর্জন, 

শেষে দু'চোখে প্রবল বর্ষণ।


আলস্যহীন যন্ত্রণা,

প্রতিবাদ ভাসে মিনমিনে বাতাসে।

সময়ও থমকে ঝড় থামার অপেক্ষায়।

আগলে রেখেছি সম্পর্কের ঘর,

আলগা বাঁধনে আপন-পর,

হতে পারি আমি যাযাবর। 


মনোমালিন্যের ধকল,

মনমেজাজে মনখারাপের অগুনতি ঢেউ,

হৃদয় জ্বলে, মুখে হাসি, বোঝে নাতো কেউ।

ধন্ধে যখন ভালোবাসা-বাসি,

হৃদয় তখনও অনুরাগে ঠাসাঠাসি। 

সম্পর্কের রন্ধনে টক-ঝাল-মিষ্টি,

স্বাদের খোঁজে চাই গভীর দৃষ্টি।


মনমাতানো মাধুর্য,

মায়া-মমতার দৌড়ঝাঁপ খোলাখুলি, 

বিশ্বাস-ভরসার নিরন্তর কোলাকুলি। 

পছন্দ-অপছন্দের শান্তিপূর্ণ অবস্থান, 

ভাব-ভালোবাসায় অভিমানের প্রস্থান।

ভুল-বোঝাবুঝির নেই প্রকাশ 

সুখশান্তির রৌদ্রজ্জ্বল আকাশ।  

           

   আর নয় কোনো ভয়,

  কেবলি হাতে-হাত নয়।

                 শুরু হোক মন-ধরাধরি,

                      বাঁচি কিংবা মরি।


____// বুদ্ধুরাম