বিভাগ-কবিতাশিরোনাম-মাতৃভাষার জন্য কলমে-শিলন হাজরা তারিখ-২১/০২/২০২৩
অমর শহীদ অমর প্রাণ করল আপন জীবন দান মাতৃভাষার জন্য ধন্য তুমি ধন্য।অমর শহীদ প্রিয় বোদ্ধা দেশের দশের বীর যোদ্ধা মাতৃভাষার জন্য ধন্য তুমি ধন্য।অমর শহীদ দুঃখ বুকে ঝাঁ…
বিভাগ-কবিতা
শিরোনাম-মাতৃভাষার জন্য
কলমে-শিলন হাজরা
তারিখ-২১/০২/২০২৩
অমর শহীদ অমর প্রাণ
করল আপন জীবন দান
মাতৃভাষার জন্য ধন্য তুমি ধন্য।
অমর শহীদ প্রিয় বোদ্ধা
দেশের দশের বীর যোদ্ধা
মাতৃভাষার জন্য ধন্য তুমি ধন্য।
অমর শহীদ দুঃখ বুকে
ঝাঁপ দিল মরণ সুখে
মাতৃভাষার জন্য ধন্য তুমি ধন্য।
অমর শহীদ নয় ভীত
বুক চিতিয়ে হয় মৃত
মাতৃভাষার জন্য ধন্য তুমি ধন্য।
অমর শহীদ তোমায় চিনি
তোমার ভাষা বাংলা জানি
মাতৃভাষার জন্য ধন্য তুমি ধন্য।
তোমার স্মৃতি সবার বুকে
আজও বেঁচে বাংলার মুখে
মাতৃভাষার জন্য ধন্য তুমি ধন্য।