সৃষ্টি সাহিত্য যাপন#আমার_বাংলা_ভাষা#কলমে_শুভেন্দু_গাঙ্গুলী#ফেব্রুয়ারি_২১_২০২৩-------------------------------------🙏🙏🙏
যে ভাষায় আমি কথা বলিযে ভাষায় গাই গান;যে ভাষায় আমার গল্প, কবিতাসে ভাষাই আমার প্রাণ।
যে ভাষায় আমার 'মা&…
সৃষ্টি সাহিত্য যাপন
#আমার_বাংলা_ভাষা
#কলমে_শুভেন্দু_গাঙ্গুলী
#ফেব্রুয়ারি_২১_২০২৩
-------------------------------------🙏🙏🙏
যে ভাষায় আমি কথা বলি
যে ভাষায় গাই গান;
যে ভাষায় আমার গল্প, কবিতা
সে ভাষাই আমার প্রাণ।
যে ভাষায় আমার 'মা' ডাক শুরু
যে ভাষায় প্রকাশ ভালোবাসার,
সে ভাষা আমার হৃদয়ে থাকে
সে ভাষা--- "বাংলা" ভাষা আমার।
যে ভাষা আমাকে লড়তে শেখায়
যে ভাষায় লিখি আগুন,
সে ভাষাতেই প্রেয়সীর বুকে
রচি পলাশ রাঙা ফাগুন।
যে ভাষার কবি রবি, নজরুল
জন্মেছে এই দেশে;
সেই ভাষার জন্য কত তরতাজা প্রাণ
শহীদ বাংলাদেশে !
যে ভাষা আমার জল ও মাটি
যে ভাষায় গীতবিতান,
সে ভাষাতেই এক তারে বাঁধা
হিন্দু মুসলমান ।
যে ভাষা পৃথিবীর মিষ্টি ভাষা
যে ভাষা হৃদয়ের টান,
সে ভাষার স্মরণে শত কুর্ণিশ
শহীদদের বলিদান ।
যে ভাষা আমায় শক্তি জোগায়
যে ভাষার জন্য আমি অহংকারী,
ভাষার ইতিহাসে চিরস্মরণীয় থাক
অমর একুশে ফেব্রুয়ারি।
----------------------------------🙏🙏🙏