হলদিয়া আইওসি রিফাইনারির ৪৪তম পুষ্প প্রদর্শনী শুরু হলো শুক্রবার।পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করলেন রিফাইনারির চিফ জেনারেল ম্যানেজার ও প্লান্ট হেড অতনু সান্যাল। শিল্প শহরের বৃহত্তম পুষ্প মেলায় আইওসি ও বিভিন্ন শিল্প সংস্থার ১৫০ জন প্র…
হলদিয়া আইওসি রিফাইনারির ৪৪তম পুষ্প প্রদর্শনী শুরু হলো শুক্রবার।পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করলেন রিফাইনারির চিফ জেনারেল ম্যানেজার ও প্লান্ট হেড অতনু সান্যাল। শিল্প শহরের বৃহত্তম পুষ্প মেলায় আইওসি ও বিভিন্ন শিল্প সংস্থার ১৫০ জন প্রতিনিধি অংশ নিয়েছিলেন এই পুষ্প প্রদর্শনীতে।
এবার আইওসি পুষ্পমেলা টাউনশিপ অফিসার্স ক্লাব পার্ক থেকে স্থান পরিবর্তন করে আইওসির নেতাজি সুভাষচন্দ্র বসু স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। এবার ফুলের মেলায় নতুন আকর্ষণ পাখির মেলা ও হস্তশিল্পের প্রদর্শনী। তিন দিনের ফুলের মেলায় চলবে ৫ই ফেব্রুয়ারি রবিবার পর্যন্ত। ফুলের মেলায় গরুর গাড়ি কাঁকড়া রেলগাড়িসহ নানা আকৃতির ফুলের গাছ সাজানো হয়েছে।