Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মধ্যযুগীয় কবি দয়ারাম দাসের স্মরণোৎসব কোলাঘাটের কিশোরচকে

বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাট

মধ্যযুগীয়  সপ্তদশ শতাব্দীর মঙ্গলকাব্যের কবি  দয়ারাম দাসের ১৫ তম জন্ম দিবস উদযাপিত হল রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুরের কিশোরচকের ভদ্রাসন বাটিতে। তিনি কাশিজোড়ার সভাকবি নিযুক্ত ছিলেন।  কবির আত…
বাবলু বন্দ্যোপাধ্যায়।   কোলাঘাট


মধ্যযুগীয়  সপ্তদশ শতাব্দীর মঙ্গলকাব্যের কবি  দয়ারাম দাসের ১৫ তম জন্ম দিবস উদযাপিত হল রবিবার পূর্ব মেদিনীপুর জেলার ভোগপুরের কিশোরচকের ভদ্রাসন বাটিতে। তিনি কাশিজোড়ার সভাকবি নিযুক্ত ছিলেন।  কবির আত্মজীবনী থেকে শুরু করে  তার রচনা লক্ষীচরিত্র, সারদামঙ্গল, মনসামঙ্গলের কিছু অংশ নিয়ে আলোকপাত করেন গবেষক শ্যামল বেরা, বিশিষ্ট সমাজসেবী নিরঞ্জন ঘড়া, প্রাক্তন শিক্ষক সুকুমার বন্দ্যোপাধ্যায়, শ্রীপতি চক্রবর্তী ও জন্ম উৎসব কমিটির সম্পাদক প্রদ্যুম্ন ঘোড়া। তার লেখা দ্বাদশ শ্রেণী ও স্বাতক স্তরে বাংলা সাহিত্যে উল্লেখ রয়েছে। সারদামঙ্গল কাব্যটি কলকাতা বিশ্ববিদ্যালয় ইংরেজিতে অনুবাদ ও করেছে। মধ্যযুগীয় সপ্তদশ শতাব্দীর  মঙ্গলকাব্যের কবির রচনা থেকেই  মানুষের মঙ্গল কামনায় এক মঙ্গলবার থেকে আর এক মঙ্গলবার পর্যন্ত দেবতাদের গুনকীর্তনের  রীতি এখনো চালু আছে বিভিন্ন স্থানে বলে জানা যায়।