এসো এসো এসো বঁধূ,বসো পালঙ্কতেপা ধুয়াব নয়ন জলে,মুছাইব কেশে।
নাচনি নাচের সন্ধানে রাজবাড়ী থেকে পাথর চাটানে ঘুরে ফিরে সেই একই সুর।আর তা হলো ঝুমুর।নাচনি ,রসিক আর ঝুমুরের ধারাপাত পাতা জুড়ে। যা আগে কখনোই দেখা যায়নি। নাচনি ব্রাত্য। রসিকের…
এসো এসো এসো বঁধূ,বসো পালঙ্কতে
পা ধুয়াব নয়ন জলে,মুছাইব কেশে।
নাচনি নাচের সন্ধানে রাজবাড়ী থেকে পাথর চাটানে ঘুরে ফিরে সেই একই সুর।আর তা হলো ঝুমুর।নাচনি ,রসিক আর ঝুমুরের ধারাপাত পাতা জুড়ে। যা আগে কখনোই দেখা যায়নি।
নাচনি ব্রাত্য। রসিকের উঠানে আলাদা ঘর গেরস্থালি।আলাদা চূলা আলাদা মনসার স্হান।রসিকের মূল ফটকে প্রবেশাধিকার নেই নাচনির।টেপা কলে জল আনা বারন।সাধারণের সঙ্গে এক পঙক্তি তে বসবাস। অসম্ভব। এক ঘাটে স্নান।অপবিত্রতা শরীর জুড়ে।
বিছানায় রসিক আসতে বাঁধা নেই।শরীর ভোগের দরাজ সারটিকেট থাকলেও রসিকের গর্ভজাত সন্তানের অধিকার নেই রসিকের সম্পত্তি তে।আর এটিই সামাজিক আইন।
সদগতি ,সে কথাও আছে পাতা জুড়ে। রাজোবালা নাচনির পায়ে দড়ি বেঁধে শ্মশানের পথ।
নাচনি ,গনিকা, বাইজী,দেবদাসী, সবার কথাই পাতার পর পাতা।
এই সমস্ত অজানা কাহিনীচিত্র আঁকা রসিকের নাচনি বইটির লাইনে লাইনে।
ইতিহাস বলবো না,বরং বলি নানা চরিত্রের মুখ থেকে শোনা নানা গল্প। হাড় হিম করা ছবি।
এবারের বই মেলায় 189নং স্টলে দে পাবলিকেসন প্রকাশনায়।
একবার উল্টে অবশ্যই দেখবেন।দাম 250 ।